আষাঢ় আসে আমাদের জীবনের সমস্ত ময়লা কালিমা ,সমস্তজির্নতা ধুয়ে ফেলতে কোন বই েয় যেন এরকম পড়ে ছিলাম । আর সহজ ভাবে বুঝি বৃষ্টির অনেক গুনের মধ্যে একটা হল সে আমাদের পবিবেশের ধুয়ে নিয়ে যায় পরিবেশ পরিষ্কার করে । কিন্তু এখন ঢাকায় দেখি একথা সম্পুর্ন মিথ্যা ,ঢাকায় বৃষ্টি মানে পরিবেশ আরো নোংরা হওয়া ,বৃষ্টি মানে সকল ড্রেন /ম্যানহোল উপছে নোংরা দুরগন্ধ বাহিরে আসা, বৃষ্টি মানে রাস্তায় প্রচন্ত যানজট বৃষ্টি মানে বেশির ভাগ রাস্তা পানির নিচে ডুবে যাওয়া এবং আরো অনেক রকম ভোগান্তি কিন্তু কেন?? প্রতি বছর কেন একই রকম অবস্তা থাকবে কেন কোন উন্নতি হবেনা ? প্রতি বছই এরকম বর্ষাকাল আসলেই জলবদ্ধতা নিয়ে অনেক কথা শোনা যায় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখি হয় ,কিন্তু বাস্তব কোন উন্নতি হয়না
প্রতি বছর একটা বড় অংকের বাজেট এর জন্য রাখা হয় যেন আমরা জলবদ্ধতা থেকে মুক্ত হই কিন্তু কাজ কিছুই হয়না একটু বৃষ্টি হলেই রাস্তা গুলো পানিতে তলিয়ে যায় ড্রেন/ ম্যানহোল উপছে উঠে এদোষ কি বৃষ্টির ? প্রশ্ন করতে চাই যথাযথ কর্তৃপক্ষের কাছে । এই সমস্যার সমাধান কি অসম্ভব ?? আমি মনে করি মটেও তা নয় । এর সমাধার খুবই সহজ ।আমার মনে হয় কতর্ৃপক্ষ যদি শুধু ড্রেন গুলো নিয়মিত পরিষ্কার রাখত তাহলেই এর 60% সমাধান চলে আসত । ঢাকায় এরকম অনেক ড্রেন আছে যা জন্মের পর আর একবারও পরিষ্কার করা হয়নি এ জন্য এগুলো এখন ময়লা অপসারনের কাজ না করে বরং ময়ল জমা রাখার কাজে করে আর বৃষ্টি হলেই তা উপছে উঠে কিন্তু এগুলো যদি নিয়মমিত পরিষকার করা হতো তাহলে আর বৃষ্টির পানি জমতে পাড়ত না একথা আমরা সবাই বুঝি কিন্তু কতৃপক্ষ যে কেন বোঝেন না তা বুঝতে পারিনা । কতৃপক্ষ শুধু নতুন নতুন রাস্তা খুড়ে নতুন নতুন ড্রেন এবং ম্যানহোল বানাতে উৎসাহি কিন্তু এগুলো পরিষ্কার রাখতে উৎসাহি নয় ,কারন কি বলুনতো ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


