হ্যাকিং বা সিকিউরিটির অনেক এডভান্সড বিষয় নিয়ে নাড়াচাড়া করতে গেলে আপনাকে ওয়েব শেলের ব্যাবহার কিছুটা হলেও জানতে হবে। তার জন্য আপনার একটি শেল থাকা আবশ্যক। কিন্তু কোথায় পাবেন শেল?
নেটে শেল প্রোভাইডার অনেক প্রতিষ্ঠান রয়েছে। মাসে ৫ থেকে ২০ ডলার পে করে আপনি সহজেই মালিক হয়ে যেতে পারেন একটি ভাল মানের শেলের। আবার অনেকে ফ্রি'ও দিয়ে থাকেন এই সার্ভিসটি। আমার ব্যাক্তিগত একটি সার্ভার রয়েছে, যেখান থেকে আমার বন্ধু ও ফোরামের বিশেষ বিশেষ সদস্যদের শেল দিয়ে আসছি অনেকদিন থেকে।
আপনি যদি একটি শেলের সুবিধা নিতে চান, তাহলে আপাতত শুরু করতে পারেন নেটে থাকা কিছু ফ্রি শেল সার্ভিস থেকে। তেমনি একটি সার্ভিসের জন্য নিচের লিংকে ক্লিক করুন।
এখানে ক্লিক করুন
সুতরাং দেরী না করে আজই রেজি: করে ফেলুন আপনার নিজের জন্য একটি শেল। শেল কিভাবে ব্যাবহার করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনার ইচ্ছে রইলো। আপাতত বিদায়।
সিকিউরিটি ও হ্যাকিং বিষয়ক আরো তথ্যের জন্য জয়েন করতে পারেন আমাদের ইয়াহুগ্রুপ বাংলা এলিটে!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ সকাল ৭:৩৭