বাংলা ভাষাভাষী মানুষের জীবনে ব্লগ এখন বিশাল ব্যাপার। সামহোয়ার ইন ব্লগ দিয়ে যার শুরু হয়েছিল, আজ আনাচেকানাচে বন্ধু বান্ধবের ব্লগে তার প্রসার ঘটে গেছে। অনেকেই নিজেদের বন্ধু কমিউনিটি নিয়েও ব্লগ বানিয়ে ফেলছে জুমলা, দ্রুপাল, ওয়ার্ডপ্রেসের সাহায্য নিয়ে। আর তারপর চলছে নিজেদের লেখা পড়ার ধুম। এ পোষ্টটি তাই আপনাকে সহযোগিতা করবে কোথায় যাবেন কিভাবে থাকবেন এসব ব্লগ সাইটগুলিতে।
সামহোয়ার ইন:
আপনি যদি ছাগু হন তাহলে নির্ভাবনায় থাকুন সামহোয়ার ইনে, লোকে আপনাকে চিনে যাবে আপনি প্রিয় সামুর লোক। আপনি ছাগু না হলেও তারেক ভাইয়ে ফিলসফিতে চলেন। স্বাধীনতার ৩৮ বছর পর কারা যুদ্ধাপরাধী কারা মুক্তিযোদ্ধা এমন সব হুদাই বিতর্কে যেতে চান না, তাহলে সামুই আপনার জায়গা।
http://www.somewhereinblog.net
আমার ব্লগ:
যদি আপনি গালাগালি করতে চান/শুনতে চান/শিখতে চান, যদি আপনি পুন মারা খাইতে/দিতে চান তাহলে আপনার জন্য আমারব্লগ পার্ফেক্ট। লোকমুখে যার নাম প্রিয় আমু। আমুর লোক মানেই আপনি একই সাথে হাজারটা আইডিতে হাত পা খুলে গালাগালি করতে পারেন।
http://www.amarblog.com
প্রথম আলো ব্লগ:
আপনি প্রথম আলো বন্ধু সভা করেন। আপনি নিয়মিত অন্য আলো, প্রিয় ঢাকা, প্রিয় চট্টগ্রাম এরকম পাতাগুলি পড়েন। তাহলে আপনার জন্য একমাত্র পছন্দ আলু ব্লগ। সেখানে অবশ্য বিচিত্র, হোল এমন সব রাবিন্দ্রিক শব্দগুলি লিখতে পারবেন না একদম।
http://www.prothom-aloblog.com
নাগরিক ব্লগ:
আপনি গালাগালি পারেন। আপনি লন্ডনে থাকেন। আপনি আওয়ামিলীগ বিএনপি ঘরানার রাজনীতিতে বিশ্বাস করেন কিন্তু আবার বড়লোকের বাচ্চারা আপনাকে অপমান করে বলে তাদের দেখতে পারেন না। আপনার জায়গা নিঝু ব্লগ। সেখানে আপনি চুটিয়ে আলীগ বিএনপিআলাদের গালি দিন আবার ভোট দিন নৌকায়।
http://www.nagorikblog.com
চতুর্মাত্রিক ব্লগ:
নিপাট সাহিত্যের ব্লগ ছিলো বলে শুনেছিলাম। জোনাক রোডে তারা কবিতার আলো দেখে মুগ্ধতা নিয়ে লেখালেখি করতে চায়। কিন্তু সে আশার গুড়ে পিপড়া ধরে গেলো শুরুতেই। এখন সেখানে চলে অহেতুক কচকচানি। কিছু ভালো লেখক জোনাক রোডে কবিতা ধরেন যদিও কিন্তু চতুর্মাত্রিকের মূল মাত্রা খোঁচাখুঁচি।
http://www.choturmatrik.com
আমরা বন্ধু ব্লগ:
বন্ধু বান্ধবের ব্লগ সেটা নাম শুনলেই বুঝা যায়। তারা কি চায় বুঝে ওঠা ভার। লোকজন কম আর শুনেছি অনেককেই প্রতিশ্রুতি দিয়েও সদস্য করে না। তাদের নিয়ম কানুন বাংলা ব্লগের অন্য আরেক নেতৃস্থানীয় ব্লগের মতো বলে সন্দেহ করে অনেকেই। আড়ালে আবু নামে খ্যাত এ ব্লগ সাইটরে মনে হয় কেও পাত্তা দেয় না। আপসুস।
http://www.amrabondhu.com
সচলায়তন:
বাংলা ব্লগ জগতের দামাল ছেলেদের সাইট। অনেক কথার ফুলঝুরি ঝুলে তাদের ব্যানারে। তাদের ব্লগে নাকি চিত্ত ভয় শূন্য আর শির উচু করে থাকা যায়। সত্য কথা বলি চুপিচুপি নাহলে আমাাকেও ওরা বান মেরে দিবে। যদি নোংড়ামি শিখতে চান চলে যান প্রিয় সচুতে। সামুতে হাসিবের ব্লগ মুছে দিলে অনেকের প্রতিবাদি পোষ্ট দেখে ভাল্লাগছিল। সচুরা কিন্তু পছন্দ না হলেই যারতার ব্লগ নাবলেকয়েই মুছে দিবে। নোংড়ামিটা ভাল্লাগছে? তবে মাসছয়েক চোখকাননাক বুজে পরে থাকেন। একসময় আপনি হাচল থেকে সচল হবেন। নোংড়ামি? গ্যারান্টিড।
http://www.sachalayatan.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




