চাঁদ-সূর্যের মতো চলছি হাওয়ার পথ
এই পথের শপথ, আমরা হবো না ছিন্ন
বাঁধ দিয়ে নদীর গতিপথ করবনা ভিন্ন
বুকে থাক তাজা ইলিশের গন্ধমাখা জল।
আমাদের জিহ্বা থেকে অগ্নুৎপাত হোক
আমাদের চোখ অন্ধকারের বিরুদ্ধে লড়ুক
মনে আসুক হাজার পাহাড় ডিঙাবার সাধ
মৃদঙ্গ হয়ে বাজুক মস্তিষ্কের কুঠুরিগুলো।
আমাদের পথে পথে ফুলের মিছিল চলুক
বেদনার আকর জমা হোক আমাদের অস্ত্রে
আমরা ভুলবনা না যুদ্ধের সুদীর্ঘ ইতিহাস
আমাদের বিজয় পথের শেষেই আছে।
আমরা বাঙালি আমাদেরই নাই ভয়
এ জাতি কভু ভীরু কাপুরুষ নয়
বুকের খাঁচায় বাঘেরে করব বন্দী
অত্যাচারীর সাথে নয় কোনো সন্ধি।
এটম বোমের মতন গর্জে ওঠো সবাই
ঠোঁটে ঠোঁট চেপে করো কঠিন ব্যারিকেড
রোজ কেয়ামত আসার আগেই এক হও
জেগে ওঠো হে মুক্তিকামী জনতা!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪