
যে কথা বুকে আনে বেদনার ঢেউ
যে কথা মন দিয়ে শোনে না কেউ
যে কথা একা ঝরে ঝড়ের রাতে
যে কথা লেখা নেই পূর্ণিমার চাঁদে
যে কথা কেউতো বলে না মুখে
যে কথা কেঁদে মরে গভীর দুখে
যে কথা বাজে শুধু মনের কোণে
যে কথা ব্যাথায় দিন-রাত্রি গোণে
যে কথা কারো আর নেই বুঝি মনে
যে কথা ঘাসে ঘাসে হেমন্তের বনে
যে কথা উড়ে উড়ে চলে বহু দূরে
যে কথা বন্দি আজ পাতালপুরে
যে কথা ধুঁকে ধুঁকে মরছে জ্বরে
যে কথা কখনো থাকে না ঘরে
যে কথা শুনলে পৃথিবী কাঁপে
যে কথা মরছে শত অভিশাপে
সে কথা বলবো আমি কার কাছে
সে কথাতো প্রত্যেকের হৃদয়ে আছে।
২১শে সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


