
অব্যবহৃত ব্লেড
মনে হয় ঠান্ডা মেজাজ
কিন্তু বুকে অনন্ত রক্তের ক্ষুধা।
নক্ষত্ররা বসে ভাবে,
সংগীতকে কিভাবে জবাই করা হচ্ছে
যে সংগীতের ধমনী হালের বলদের মত শুকনো
১৯ বছরের যুবতীর মত সে নেচে চলে
যার সাদা ওড়নায় কোন গন্ধ নেই
অথচ তার ভেতর রক্তের দাগ
ছিন্ন ভিন্ন আজ সংগীতের সিংহাসন।
সময়ের শরীর এখন অসুস্থ হয়ে গেছে
মানুষ তাকে আহত করেছে প্রস্তরাঘাতে
অথচ বিচার হওয়ার কথা ছিল তার আত্মার
কিন্তু তার মাথায় ক্রমাগত আঘাত করা হয়েছে
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে তার স্মৃতির শিশির
সময়ের যুদ্ধ চলছে এখন নীরবতার সাথে।
তবুও সূর্য হেসে চলে অবিরাম
হাসতে হাসতে লুটিয়ে পড়ে শিশুর শরীরে
কখনো বিশাল শস্যক্ষেত্রের উপরে ঘুমিয়ে পড়ে
ফুল-ফল এখনো জেগে ওঠে বনের গহীনে
বরফের চোখ মেলে মানুষের হৃদয়ে তাকায় বাদুড়
কীসের আশায়-জানি না!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


