দৃশ্যপটঃ ভোটকেন্দ্র, ১০ম জাতীয় সংসদ নির্বাচন
তারিখঃ ২২ জানুয়ারী ২০১৪ ঈসায়ী।
তীব্র শীতের সক্কালে প্রবল উত্তেজনায় ঘুম ভাইঙ্গা গেল, এক লাফে বিছানা থেকে উইট্টা খাড়ায়া গেলাম...ইসসিরে...আইজকা না ভোট...দেরী হইয়া গেলে তো জাল ভোট পইড়া যাইবো...
লুঙ্গিটা কাছা মাইরা হাত মুখ ধুইয়া দিলাম দৌঁড় ভোটকেন্দ্রে...
বুথে ঢুইকা সীলডা হাতে লইয়া, আমার মার্কা খুজতাছি ...নৌকা কই নৌকা কই?? মাগার কোন নৌকা নাই!
খুঁজতে খুঁজতে নাম পাইলাম, 'আওয়ামী হেফাজতে মুসলিম লীগ''!
মার্কা দেখি, টুপি !!
মাথার মইধ্যে ঘুন পোকা দৌড়াদৌড়ি শুরু করল, ঘটনা কি?!
বুদ্ধির পাক দেখি খুইলা গেল, 'নৌকারে উল্টাইয়া দিলে তো টুপিই হয়'!
মুখের মইধ্যে এক দলা থুতু জইমা গেল ভাবতে ভাবতে...ওয়াক থু বইলা ছাড়বো তখন মনে পইড়া গেল, কামডা তো ধর্মীয় চুলকানুভূতি জাগায়া দিব, যার শাস্তি পাথর নিক্ষেপে জনসমক্ষে হত্যা!!
ভাবনা শেষ হওয়ার আগেই ওয়াক থু বইলা দিলাম ছাইড়া।
দেখলাম, মার্কাটা উল্টে নৌকা হয়ে গেল!!
হাহাহা...
জয় বাংলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




