শুধু ব্লগ বা ফোরাম নয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও একটা ট্রেন্ড খেয়াল করছি, সাবালক সব পোলাপান মেয়েদের আপ্পি, আপুনি, আপিটা বলে আড্রেস করছে । আর তখন হেতের কন্ঠের অবস্থা কি আর কমু । মেয়েদের কন্ঠ যেমন অচেনা পুরুষের কাছে মোবাইলে হঠাৎ চিকন আর সুরেলা হয়ে উঠে, আপ্পি ডাকনের সময় এদের কন্ঠস্বরও সেইরাম চিককন আর কিনকিনে হয়ে উঠে। আপিরাও দেখি কম যায়না, আপুনি আর আপ্পি ডাক শুনে কেউ কেউ তো কোঁয়া কোঁয়া করতে করতে দোলনার দিকে হামাগুড়ি দেয়া শুরু করে আরকি!
মেয়েদের সম্বোধন করার একটা প্রচলিত রীতি আমাদের দেশে আছে, আপা ডাক। আপা কেমন আছেন বা আপা যদি একটু আসতেন ইত্যাদি। বা অফিস হলে ম্যাডাম কেমন আছেন। কিন্তু দামড়া দামড়া সব জোয়ান মর্দের মুখে আপ্পিটি আপুনিটা শুনলে মেজাজটা কিন্তু আমার চরম গরম হয়, মনে হয় হেরে একগোছা চুড়ি, টিকলি আর লিপিস্টিক দিয়া সাজাইয়া চন্দ্রিমা উদ্যানে ছাইড়া দিয়া আসি। জাতিটা কি এভাবেই ডিজুস সংস্কৃতির তোড়ে পইড়া ধীরে ধীরে নপুংশক হয়ে যাবে? যাক এইডা আমার ব্যক্তিগত অনুভুতি, কেউ আঘাত পেলে দুঃখিত। তো কন আপনাদের কি মতামত।
সতর্কীকরণ- লেখক একজন জোয়ান পোলা। ভুল বুঝাবুঝির অবকাশ নাই।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





