সেদিন রাতে ঘর ছেড়ে ডুবেছিলাম ফরাসী মদে
তার মাঝে আবিষ্কার করলাম তাকে কোন এক জলসাঘরে।
বিকিয়ে যাওয়া চোখ গুলো আসন বসিয়েছে তার বুকের মাঝে
বারবার ভুল রাস্তায় গুটি চালি তাসেরঘরে।
হটাৎ নিজেকে মনে হল খানদানী নবাব,
ভুলেই গেছি আমি অতিসাধারণ কেউ –
তাই মুখে ছিলনা হাত সামলানোর জবাব।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




