বুদ্ধুরাম ইগনোরেমাস , এক সাধারন মানুষ, কম ব্লগায়? সেটাই ভালো। এই অসাঢ় ব্লগ কমকম লেখা বা পড়া ভালো।
বুধুরাম: বলি আছো কেমন ?
ইগনোরেমাস: তোমার থেকে ভাল কে জানে আমি কেমন আছি?
বু: নারে ভাই, সবটা বোঝা যায় না। সুখবর দি । আজ মন্তব্য লেখা শিখেছি। একটা দিয়ে এসেছি।
ই: ভেরি গুড। রোজ কিছু শেখা উচিত। কার ব্লগে ডিম পারলে?
বু: ভুলে গেছি। খুঁজে পাচ্ছি না। আমার নাম ভুলুরাম হতে পারতো।
ই: ভালইতো । কট্টর বিশ্বাসগুলোতে ভুলে কিছু প্রশ্ন তোলা যেতো। মাঝেমাঝে ভুলকরে নতুন রাস্তায় চলা যেত। কি মনে আছে আর কি ভুলেছো তার একটা হিসেব হবে নাকি?
বু: ক্ষতি কি? হোক। ব্লগে কাগজ নষ্ট হবে না। সুরু করি?
ই: আজ থাক। কাল থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



