দুজন মানুষ তখন ই ভাল বন্ধু হতে পারে যখন তাদের মনের মিল থাকে। বন্ধুত্বের মাঝে স্বা্রথের কোনো স্বান নেই।স্বা্রথের হিসেব করে কখন বন্ধুত্ব হয় না। যারা স্বা্থের জন্য একে অপরের বন্ধু হয় তারা আসলে বন্ধুত্বের মানে ই জানে না। ফলে তাদের বন্ধুত্ব কখন ই থিক থাকে না। এক বন্ধু যখন আরেক বন্ধুর মনের ভাব,কস্ট,আশা,আকাঙ্কা না বুঝে তাহলে আর কে বুঝবে!!!
তারাই সত্তিকারের বন্ধু যারা বন্ধুত্বের খাতিরে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি থাকে।
কখন ই কোনো বন্ধুকে ছোটো করা বা মনে কস্ট দেয়া উচিত নয়। যদি অনিচ্ছাকৃ্ত ভাবে কোনো বন্ধু কস্ট পায় তবে তাকে তা সাথে সাথে ই তা বুঝিয়ে বলা উচিত।
থিক তেমনি কোনো বন্ধু যদি কস্ট দেয় এবং পরে নিজের ভুল স্বীকার করে তবে তকে ক্ষমা করে দেয়া উচিত। আর এতেই দৃঢ় হয় বন্ধুত্বের বন্ধন।
আমাদের সারা জীবনে অনেক মানুষের সাথে ই ত দেখা হয় আমাদের,কিন্তু কয় জন মানুষ আমাদের সত্তিকারের বন্ধু হয়??!!!আমার আশা এই লেখা টা যারা পড়বেন তারা "বন্ধুত্বের" মুল্য বুঝবেন।
বন্ধুদের সাথে আপনাদের সময় আনন্দে কাটুক এই প্রত্তাশায় এইখানে ই শেষ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




