দমকা হাওয়া, হারিয়ে যায় আবার পরক্ষণেই। কেনই বা এলো, কেনোই বা হারালো!!!!!শুধু শুধু এসে এলোমেলো করে দিল সবকিছু।আশার প্রদীপ জ্বলে শুধু চেয়ে থাকা কখন আবার আসবে;সেই হাওয়া যা এসে এলমেলো করে দেয় সবকিছু।
মানুষের মন বড়ই বিচিত্র........যা তাকে এলোমেলো করে তারই জন্য অপেক্ষা!!!!!!!!
সেই হাওয়াটা যাতে গা ভাসিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছা। এই বাতাস তাকে কোথায় নিয়ে যাবে তা জানা নেই। সে শুধু এতটুকুই জানে,সে এই বাতাসে ভর করে পাড়ি জমাবে স্বপ্ন রাজ্যে।
এই রাজ্য শুধুই তার,সে তার ইচ্ছা মত সাজায় তার নিজের রাজ্য।বাস্তবে সব পাওয়া সম্ভব না হলেও এখানে সে সব কিছুই নিজের করে নিতে পারে।এখানে সে স্বাধীন,তাকে শৃংখল দিবে এমন কেউ নেই।
মানুষ বাস্তবতার যাতাকলে পড়ে যা হতে বঞ্চিত হয় তা সে খুঁজে ফিরে এই স্বপ্নের ভুবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


