খুব একা লাগে । তখন কথা বলতে ইচ্ছে করে না। গান শুনতে ভালো লাগে ।
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে ।।
সেদিনও এইখানে সজল ছিলো হাওয়া
কেয়ার বনে কারো ছিলো যে আসা যাওয়া
যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে ।।
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি
নিজেরও সাথে আমি নিজেই কথা বলি।
স্মৃতির মণিমালা সবার চেয়ে দামী
আজও তা পরে আছি ভুলিনি তো কিছু আমি
এখনো বসে আছি হারানো খেলাঘরে ।।
চিত্রা সিং - আকাশ মেঘে ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


