বর্তমানের বাংলাদেশ হলো স্পিন নির্ভর দল। হ্যা পেসাররা উইকেট পায়। কিন্তু আমাদের দলে এমন কোনো পেসার নেই যে প্রেশার ক্রিয়েট করতে পারে। মাশরাফি মামায় থাকলেও হয়তো কিছু ঠেলাঠুলা দিতে পারতো।
আমাদের দল সম্পূর্ন হলো স্পিন নির্ভর দল । এখন পিচে যদি বলই স্পিন করতে না পারে, তইলে আর কি করা বোলারদের। হোম এডভান্টেজ আর কই থাকলো ?
বাংলাদেশের ১০ উইকেটের ৯ টাই নিছে পেসাররা। আর একটা উইকেট নাসিরেরটা। সেটা স্পিনার পারমালের কোনো কৃতিত্ব না , নাসিরের দোষেই নাসির আউট হয়েছে।
আর ও,ইন্ডিজের ২ উইকেটের মধ্যে সোহাগ গাজি যে উইকেট টা নিলো সেটা অবশ্যই গেইলের দোষেই আউট হয়েছে। লেগ স্ট্যাম্পের বাহিরের বল খেলতে গিয়ে আউট। এইটা গাজির কোনো কৃতিত্ব না। এইটার কৃতিত্ব মুশফিককে দেয়া যেতে পারে। ভালো ক্যাচ ধরছে।
আর সারাদিনের খবর তো দেখছেনই।
এখন স্পিনারদের জন্য যদি কিছু না থাকে তইলে আর কি করা। এই টেস্ট হয়তো ড্রই হবে শেষ পর্যন্ত, যদি বাংলাদেশ ২য় ইনিংসে ভালো ব্যাটিং করে। বাট ব্যাটিং ব্যার্থতা থাকলে হার নিশ্চিত। কারন স্পিন অকেজো হয়ে গেলে ও,ইন্ডিজেরই সুবিধা, বাংলাদেশেরই দুশ্চিন্তার কারন।
এই অবস্থায় পিচ কিউেরটররে ধইরা কি করা উচিত
বদমায়েশটা ঢাকা টেস্ট দেখে নাই ? ও,ইন্ডিজের কোন দিকে শক্তি দেখে নাই ?
দিন শেষে স্কোর :
২৪১/২ উইকেটে। সামহোয়ার ইন ব্লগ অর্থাৎ সামু থুক্কু স্যামুয়েলস ওরফে স্যামু কোন মহিলার চেইন জানি চুরি করছে । ( খুলনার মহিলারা এক হন
আর নিশ্চিত খবর খাবো থুক্কু ব্রাভোও নাকি আরেক মহিলার চেইন চুরি করার টার্গেটে আছে। ঠেকাইতে হবে
আরও লাগবে ১৪৬ রাব বাংলাদেশেকে টপকাইতে।
আশা করি এর আগে ও,ইন্ডিজ কে প্যাকেট করে বাজারজাত করতে পারবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




