
ডিসক্লেইমারঃ গল্পটা কাল্পনিক। আমার মনের কল্পনা। গল্পের সাথে কাছো ঘটনা মিল থাকলে আমাদের দোষ না। দোষ অন্য মানুষের।
গল্পঃ আসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। সময়টি ২০১৮ সাল। “নিরাপদ সড়ক” আন্দোলনে আসিফ ছিলো একটিভ ছেলে। একদিন সে বিসিএস ক্যাডার হয়। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইন্সের অফিসে চাকরি। তার স্বাক্ষর ছাড়া ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট পাশ হয় না।
পার্টিঃ স্যার, এই নিন ৮০ লাখ। আমাগো ড্রাইভিং লাইসেন্স দেন।
আসিফঃ ৮০ লাখ হবে না। আপনাদের তো কিছুই পারলেন না। ৮৫ লাগবে ৮৫.
পার্টিঃ এই নিন।
যে ছিলো একসময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের একপ্রকার একটিভ লোক, আজ সে টাকার কাছে নিরাপদ সড়ক বিক্রি করে দিলো।
অনেকদিন পরে। আফিস এখন অবসরে। কিছু দিন আগে আসিফেরর আদরের নাতনী গাড়ি একডেন্টে মারা যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



