মহাকাশ। আমাদের দৃষ্টিতে অসীম সীমানা। রাতের আকাশে মিট মিট করে তারা জ্বলে। দেখতে ভালো লাগে।
আমার এক বন্ধু আছে যার নাম নূরে আলম। সে সাই্ন্সের ছাত্র ছিলো। সে একদিন বলছে যে তারা গুলা এক একটি তারা। এই তারা গুলো কে প্রদক্ষিন করছে বিভিন্ন গ্রহ আর উপগ্রহ।
চুয়াডাঙ্গা তে যখন মন খারাপ করে বসে থাকতাম তখন মহাকাশের কথা চিন্তা করতাম। আর চুয়াডাঙ্গা তে আকাশের আমার জানালার পাশে ময়ন করিলে তারা দেখতাম। আর চিন্তা করতাম। খুব ভালো লাগতো।
চুয়াডাঙ্গাতে বিভিন্ন করানে হতাশা, মন খারাপ, হতো। তখন চুয়াডাঙ্গার সেই সরকারি কোয়ার্টার মা এর মত কাজ করতো। সেই সরকারি বাসার প্রত্যেক টি ইট আমাকে ভরশা দিতো, আমাকে শান্তনা দিতো। আর জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। আর ভাবতাম কতই না তারা, আকাশে। এই তারা গুলো এক একটি সূর্য। এই সকল নক্ষত্র গুলো কে প্রদক্ষিন করছে অনেক গ্রহ। হতে পারে এখানে উন্নত সভ্যতা আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৭