
ফেসবুক একটি গুরুত্বপূর্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে বন্ধূদের সাথে যোগাযোগ করা যায়। ২০১১ সাল আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দেই। হাতে ছিলো নকিয়া ৫১৩০।

একদিন শুয়ে শুয়ে মোবাইল টিপতে ছিলাম। তখন আমার খেয়াল আসলো একটা ফেসবুক একাউন্ট খুলি। যেই ভাবা সেই কাজ। ফেসবুক একাউন্ট খুললাম। আমি যে সময় ফেসবুক একাউন্ট খুসি সে সময় আমাদের ২০১১ সালের এসএসসি বেইসের খুব কম সংখ্যাক ক্লাস মেট ফেসবুক একাউন্ট খুলেছিলো।
প্রথম প্রথম ফেসবুক একউন্ট খুলেছিলাম বিদেশীদের সাথে যোগাযোগ করার জন্য। তাদের দেশ কেমন? তাদের সংস্কৃতি কেমন ইত্যাদি জানান জন্য। বলতে পারনে pen friend এর মত।
যাই হউক। পরে pen friend বাদ দিয়ে আমি লাইকের নেশায় পরে গেলাম। যাকে কুসি তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে লাগলাম। পরে ২০১৩ সালে ফটো ভেরিফিকেশন এর কারণে আমার প্রথম ফেসবুক আইডি টিকে নাই।
পরে ২০১৪ সালে যখন আমাদের দেশে থ্রি জি সহজলভ্য হয় আর এন্ডোয়েট মোবাইল সবার হাতে হাতে তখন আমাদের ক্লাস মেটের অনেকেই ফেসবুক চালানো শুরু করে।
যাই হউক। পরে ২০১৮ সালে আমার কি যেন মনে হলো। সকল অপরিচিত লোক ফেসবুক থেকে বাদ দিতে শুরু করি। এখন আমার ফেসবুকে যারা যারা আছে তাদের ৯৯% আামার পরিচিত, ক্লাসমেট, কলিগ বা এলাকাবাসী।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




