
আজ ০৫-অক্টোবর-২০২২. আজ শিক্ষক দিবস। আমি সকল শিক্ষক কে শুভেচ্ছা জানাই। এবং আমার শিক্ষকদের সম্মানের সহিত স্মরণ করি।
সবার আগে একটি সুসংবাদ দিতে চাই। আমার মাষ্টার্স পরীক্ষার রেজাল্ট গত ০২-১০-২০২২ ইং তারিখে প্রকাশিত হয়। এবং আমি পাশ করি। আজ এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরন করতে চাই রউফ প্রধান স্যার কে। তিনি পুলিশ লাইন একাডেমি, জয়পুরহাট, এ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷
আমি আরো স্মরন করতে চাই ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় এর সম্মানিত শিক্ষক মোঃ আবুল হোসেন, মোস্তফা কামল, মোঃ নান্টু, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
আমি আরো স্মরন করতে চাই কলিমউল্লাহ কলেজ এর সম্মানিত প্রফেসর খন্দকার ফারুক, প্রফেসর গিয়াসউদ্দিন প্রমুখ।
আমি আরো স্মরন করতে চাই সোনারগাঁও সরকারি কলেজ এর সম্মানিত প্রফেসর সাদেক, প্রফেসর একরামুল গণি, প্রফেসর সুলতান আহম্মেদ, প্রফেসর নাজমুল ইসলাম, এবং প্রফেসর আইনুল হাকিম।
তাদের জন্যই আজ আমি মাষ্টার্স পাশ করেছি। তাদের আমি স্যালুট জানাই।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




