
ছবি: Wikipedia থেকে সংগ্রহিত।
ফুটবল বিশ্বকাপ ২০০২।
আমি তখন Class 2 পড়তাম। আমি তখন কাউকে বিশেষ করে সাপোর্ট করতাম না। যেমন আজ ইংল্যান্ড আর স্পেন এর খেলা হলে আমি ইংল্যান্ড কে সার্পোট করতাম। ফাইনাল খেলার দিন ব্রাজিল এবং জার্মানি এর খেলা। আমি ব্রাজিলের এর সাপোর্ট করছিলাম। সেই থেকে আমি ব্রাজিলের সার্পোটার। সে সময় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিলো।
ফুটবল বিশ্বকাপ ২০০৬।
আমি তখন আমি ক্লাশ সিক্সে পড়ি। তখন আমি পুলিশ লাইন একাডেমি, জয়পুরহাট এ পড়তাম। ক্লাশে তখন ব্রাজিল আর আর্জেন্টিনা এর খেলা নিয়ে চায়ের কাপে ঝড় হতো। সে সময় মনে হয় ইতালি চ্যাম্পিয়ান।
ফুটবল বিশ্বকাপ ২০১০।
আমি তখন ক্লাস টেইনে পড়ি। তখন আমি নানা নানীর সাথে থাকতাম। সে সময় ফুটবল বিশ্বকাপ শাকিরার ওয়াকা ওয়াকা গানে বিশ্বকাপ মেতে ছিলো।

ফুটবল বিশ্বকাপ ২০১৪।
এই বিশ্বকাপ হয়েছিলো রমজান মাসে। আমরা শেহেরী খেয়ে খেলা দেখতাম। এই বিশ্বকাপে ঐতিহাসিক সেভেন আপ এর উৎপত্তি।

ফুটবল বিশ্বকাপ ২০১৮।
এই ২০১৮ সালের খেলা নিয়ে আমার তেমন বিশেষ কিছু মনে নাই। শুধু মনে আছে ২০১৮ সালে আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি। এবং ছাত্ররা নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করে।
ফুটবল বিশ্বকাপ ২০২২।
২০২০ সালে করোনা মহামারি এর জন্য আমি ধারনা করেছিলাম এই করোনা মহামারির জন্য এবার খেলা হবেই না। যাক। এখন খেলা হচ্ছে। গত বিশ্বকাপে আমি সিঙ্গেল ছিলাম। এবারও সিঙ্গেল।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



