
গতকাল বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। হিরো আলম বিখ্যাত লোক হতে পারে, কিন্তু তিনি রাজনীতি বুঝে না। রাষ্ট্র বা দেশ পরিচালনার জন্য রাজনীতি জানা লাগে। হিরো আলম কি রাজনীতি বুঝেন? অনেকে আছে যারা ছাত্র থেকেই রাজনীতি করে। ওরা রাজনীতি বুঝে। ওদের কে রাজনীতি শিক্ষা দিয়েছে ওদের বড় ভাই বা কোন না কোন রাজনৈতিক ব্যাক্তিত্ব।
এখন আপনারা হয়তো সমাজ বই এ নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধ, যুদ্ধের কারন ও ফলাফল পড়েছেন। আমি নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান থেকে শুরু মীর জাফর পযর্ন্ত ইতিহাস পড়েছি। কেস স্টাডি করেছি।
নবাব আলীবর্দী খান রাজনীতি বুঝতেন। তাই হাজার চেষ্টা করেও ইংরেজ আলীবর্দী খান কে হটাতে পারেন নাই। বরং নবাব আলীবর্দী খান ইংরেজদের নাচিয়েছেন।
আর নবাব সিরাজউদ্দৌলা রাজনীতি বুঝতেন না। এক্কেবারেই বুঝতেন না। রাজনীতি না বুঝার জন্য নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন হারিয়েছেন। আবার ইংরেজদের মতিগতি বুঝতে না পারায় মীর জাফরও সিংহাসন হারিয়েছেন।
এখন পরাশক্তি হচ্ছে আমেরিকা আর রাশিয়া। চীন আর ইজরাইল আস্তে আস্তে শক্তিশালী রাষ্ট্র হচ্ছে। তো আমার ভয় হয় যে, রাজনীতিতে অজ্ঞ ব্যক্তিরা দেশ শাসন করলে; আমেরিকা, চীন, ইজরাইল আমাদের দেশ শাসন করবে।
হে বাংলার জণগণ সাবধান হও। যাকে তাকে ভোট দিও না।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




