
আমি ব্যাচেলার মানুষ। আমি ১ম রোযা নানী বাড়িতে করি। খালার বাসা থেকে ইফতারি করে এসে নানীর বাড়ি যাই। খালার বাসা থেকে নানী বাড়ি বেশী দূর না। এই গ্রাম টু ঐ গ্রাম। রাস্তার মাঝখানে আকাশের দিকে তাকাই। দেখি চাদেঁর নিচে কি যেন বিন্দু দেখা যায়। আমি অনুমান করেছিলাম ঐ বিন্দু টি শুক্রগ্রহ হবে। আমার ধারনা, সঠিক হয়েছে, যখন দেখলাম এইটা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে।
চাঁদের নিচে এই শুক্রগ্রহের দেখতে পাওয়া ছিলো একটি প্রাকৃতিক ঘটনা। এই ঘটনা নিয়ে অনেক কন্সপেরেন্সি থিউরি সোসাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে সোসাল মিডিয়া পরিচালনাকারীরা এক একজন হয়ে গেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার বৈজ্ঞানিক কর্মকর্ত। তারা তাদের ফেসবুক ল্যাবলেটরিতে মহাকাশ নিয়ে গবেষণা করে দেখেছে যে, আজ ১৫ ই রমজান বিকট আওয়াজ হবে। আওয়াজের ঠেলায় কেউ বধির হয়ে যাবে। কেউ অজ্ঞান হয়ে যাবে।
কই? কোন বিকট শব্দ তো আসলো না। এখন দুপুর ১২টা বাজে। দিন তো শেষ হয়ে যায় নি। দেখি.....। বাংলার বৈজ্ঞানিক এর গবেষণার কত পাওয়ার।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




