
২০২১ সাল। সেবার পহেলা বৈশাখ আর পহেলা রমজান একই দিনে পড়েছিলো। ২০২২ সালের ১২ই রমজানে পড়েছিলো পহেলা। এবার ২০২৩ সালের ২২ রমজানে পড়বে পহেলা বৈশাখ। আল্লাহ দিলে আগামী বছর অথাৎ ২০২৪ সালের পহেলা বৈশাখে রমজান পড়বে না।
এই তিনটি বছর রোজা রেখে শরীল খুব কাহিল লাগতো। তাই পহেলা বৈশাখ পালন করতে পারি নাই। পহেলা বৈশাখের থেকে রমজানের রোজা রাখা কে বেশী লাভবান মনে করি।
২০০৯ সাল ও ২০১০ সাল। এই দুই বছর পহেলা বৈশাখে খুব মজা করেছি। ২০০৯ সালে আমি ক্লাস নাইনে পড়তাম। পহেলা বৈশাখের পরের দিন আমাদের উপজেলার ভবেরচর ইউনিয়নে কালীতলা গ্রামে মেলা হতো। আমি আর আমার বন্ধুরা সেখানে ঘুরাঘুরি করেছিলাম। সিঙ্গারা, আলুর চপ, বেগুনী ইত্যাদি খেয়েছিলাম। নানী কি রান্না করেছিলো, মজা হয়েছিলো কি না কিছুই মনে নাই। মনে আছে শুধু বন্ধুদের সাথে মেলায় ঘুরাঘুরি করা। আর এপ্লিল এর শুরুর দিকে, আমাদের ভবেরচর বাজারে জিলাপী বানানো হতো। এই জিলাপী দেখলেই আমার মনে আনন্দের আমেঝ শুরু হয়ে যেতো।
আমার সংসার ৬মাস স্থায়ী ছিলো। কোন পহেলা বৈশাখ বউ নিয়ে করার সৌভাগ্য হয় নি। বউ যদি থকাতো, তাহলে বউ এর সাথে খুব রঙ্গ, তামাশা, মজা করতে পারতাম। বউ এর শখ আহ্লাদ পূরন করতাম। একটা রোমান্টিক পরিবেশ বিরাজ করতো।
ফেসবুক ইউটুব সব স্থানে হুজুর আর একটি নিদিষ্ট গ্রুপ পহেলা বৈশাখ পালন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে। যার মনে চায় পহেলা বৈশাখ পালন করবে। যার মনে চায় করবে না। রমজানে রোযা রেখে শরীল ক্লান্ত লাগে। তাই এবার পহেলা বৈশাখ উৎযাপন করতে পারবো না। এটা আমার ব্যাক্তিগত বিষয়। আমি পহেলা বৈশাখ পালন করবো কি না, এতে হুজুরা যেমন চাপ দিতে পারে না; তেমনি আমি রোজা রাখবো নাকি রাখবো এতে ওরা প্রেসার দিতে পারবে না।
সবাই কে পহেলা বৈশাখের সুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



