
বিদ্যুৎ আমাদের প্রয়োজনীয় একটি জিনিস। প্রযুক্তির এই যুগে বিদ্যুৎ ছাড়া অচল। ২০০৫ সালেও গ্রামে সবার বাসায় কারেন্ট এর লাইন ছিলো না। ছেলে সরকারি চাকরি পাওয়ার পর বা সন্তান বিদেশ যাওয়ার পর সেই বাড়িতে কারেন্ট এর লাইন যেতো। সে সময় সন্ধ্যা হলে লাইট আর ফ্যান ব্যাবহার করতো।
২০১৪ সালেও এসি, ওয়াশিং মেশিন, গিজার মাইক্রো ওভেন ছিলো বিলাশিতা। বর্তমানে এগুলো প্রয়োজন হয়ে দাড়িয়েছে। এখন এসব পন্য প্রায় সকল মধ্যবিত্ত পরিবারে আছে। ঢাকা শহরে গড়ে সব বিল্ডিংএ এসির ফ্যান দেখা যায়। সুতরাং এক সময় কারেন্ট এর চাহিদা কম থাকলেও একন কারেন্ট এর চাহিদা বেশী।

আমরা কারেন্ট এর বিল দেই টাকায়। বিদ্যুৎ উৎপাদন এর কাচামাল (কয়লা) আমাদের দেশে নাই। এটা আনতে হয় বিদেশ থেকে। বিদেশে টাকা চলে না। বিদেশে বিনিময় মাধ্যম হচ্ছে ডলার অথবা স্বর্ন। আমাদের এখন রিজার্ভ সংকট। তাই কয়লার বিল দিতে একটু দেরী হয়েছে। বিদেশে যদি আপনার বিলের দেওয়া টাকা দিয়ে কয়লা দেওযা যেতো তাহলে কোন সমস্যা ছিলো না।
আসুন বিদ্যুৎ ব্যাবহারে মিতব্যয়ী হই
০১। এসি কম চালাই।
০২। মাইক্রো ওভেন কম চালাই।
০৩। হাতে কাপড় ধৌত করি।
০৪। খালি রুমে ফ্যান ও লাইট অফ রাখি।
০৫। ইলেকট্রনিক্স পন্য ব্যাবহারের পর (যেমন টিভি) সকেট খেকে প্লাগ আনপ্লাগ করি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৩ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




