ছেলেরা মেয়েদের অত্যাচার করে, এমন কাপুরুষ আমি কমই দেখেছি। আর বউ কে ভালোবাসে নিজের জীবন বাজি রাখতে পারে এমন সু পুরুষ, আসুল পুরুষ আমি অহরহ অহরহ দেখেছি। কিছু কিছু ব্লগার শুধু কাপুরুষদের দেখা পায়। বেডা মানুষের দেখা কম পায়।
তালাকের জন্য আবেদন মেয়েরা বেশী করছে। ১০ টা আবেদন এর মধ্যে ৭ টি আবেদন মেয়েদের পক্ষ থেকে আসছে। এর কারন কি? যৌতুক যেমন ব্যাবসা, অতিরিক্ত কাবিন এখন একটি ব্যাবসা। অতিরিক্ত কাবিন হলে সুবিধা কি? তালাক হলে সেই টাকাটা পাবে। মনে করেন একটা মেয়ে ১০ লাখ টাকা কাবিন করলো। সে যদি ১০ ছেলেকে বিয়ে করে ১০ বার তালাকেদেয় তাহলে তাহলে সে কোটিপতি। আমি মনে করি অতিরিক্ত কাবিন তালাকের কারন।
আপনারা বলতে পারেন, ছেলের যৌন সক্ষমতা নাই্ বা ছেলে অত্যাচার করে। তাই থাকতে পারে না। সেক্ষেত্রে নারীর উচিত কাবিনের টাকা ছেলের মুখে ছুরে মেরে চলে আসা। এটাই উচিৎ জবাব বলে মনে করি।
আমি আমার আগের বউ এর প্রতি এতটাই আবেগপ্রবণ ছিলাম যে আমি তার জন্য জীবন দিয়ে দিতে পারতাম। আগে বাহিরে বার্গার, চিফস, ফাস্টফুড একা একা খেতাম। বিয়ের পর বউ এর সাথে ভাগ করে খেতাম। বউ এর জন্য জামা কিনে দিতাম। বউ এর জন্য তেল সাবান কিনে দিতাম। কোন কাজ করার আগে বউ এর সাথে আলাপ আলোচনা করে নিতাম। এত পরিশ্রম করেও সংসার টিকাতে পারি নাই। আসলে মেয়েরা কি চায়?
১০ টা আবেদন এ ৭ টা আসে মেয়েদের পক্ষ থেকে। এর জন্য ২ জন হয়তো সত্যিকারে তালাক পাওয়ার যোগ্য। হয়তো তাদের সমস্যা আছে। আর বাকি ৫ জন এর কি সমস্যা, জানেন? আগে প্রেম ছিলো, পরকীয়া, বা টাকার লোভ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৩