আমরা ইতিহাসে পড়েছি যে “১৮৪৭ সাল থেকে ১৯৪৭ সাল পযর্ন্ত ব্রিটিশ সরকার আমাদের শাসন করেছেন। তারা আমাদের খুব অত্যাচার করেছেন। সম্পদ লুট করেছে। ইত্যাদি ইত্যাদি।”
তাদের তৈরি করা রেললাইন আজ পযর্ন্ত কোন ক্ষতিগ্রস্থ হয় নি। অধিক তাপে বাকা হয় নি। বন্যার জলে ভাসিয়া যায় নি। কিন্তু বর্তমান সময়ে; স্বাধীন দেশে; প্রযুক্তির উৎকর্ষার যুদে রেল লাইন কিভাবে বেকে গেলো? জাতি জানতে চায়। প্রধনমন্ত্রী তো এই প্রকল্পে কম টাকা খরচ করে নাই!! আমাগো দেশের বুয়েট ছাত্ররা কি মদ, গাজ্ঞা খেয়ে পরীক্ষাতে পাশ করেছে??
একজন মেধাবী ছাত্র কঠিন ভাবে লেখাপড়া করিয়া, এসএসসি ও এইচএসসি তে ৯০% মার্ক পাইলো। ১০০ জন ৯০% মার্ক পাওয়া ছাত্রের মধ্যে আবার ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তাহলে বুঝেন, কতটুকু মেধাবী হলে একজন ছাত্র বুয়েটে চান্স পায়।
এটা হচ্ছে আমাদের দেশের মেধাবী ছাত্রের কাজের নমুনা।
এমন দেশের বোঝা কে জন্ম দিয়েছেন কোন মা? এমন মানুষ কে গাধা বানিয়েছেন কোন স্কুলের শিক্ষক? আমার দেখতে মনে চায়।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৫