
সময় টিভির খবর বাংলাদেশের যশোর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবির এক সদস্য নিহত হয়েছে।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যমে পাঠানো তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২শে জানুয়ারি যশোর বিজিবির ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন। খবরের লিংক। আমরা ভারত কে উপহার হিসেবে ইলিশ মাছ দেই। আর বন্ধু রাষ্ট্র দেয় লাশ। কত বড় সাহস, আমাদের বিজিবি সদস্যদের গুলি করে। ভারত, তুমি ভুল করেছো। ক্ষমতা থাকলে এই লাশে প্রাণ দিয়ে দেখাও।
আমরা সোস্যাল মিডিয়াতে ট্রন্সজেন্ডার নিয়ে ভাইরাল। যার কারনে এই খবরটি চাপ পড়ে যায়। অতছ আমাদের দরকার ছিলো এই বিষয়ে কথা বলার। আমাদের উচিত ছিলো এই ঘটনার তীব্র প্রতিবার করার। আমি ছাড়া কি আর কোন বাপ কা বেডা আছে যারা এই ঘটনার প্রতিবাদ করার।
আমার খুব রাগ উঠতাছে। কেন তারা গুলি করে আমাদের জনগণ কে মারলো? এই ভারত, পারলে এই জীবন ফেরত দে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


