
আমি গতকাল মুগদা সরকারি মেডিকেল কলেজে গিয়েছিলাম। রোগী দেখতে। বাসায় ফিরতে ফিরতে রাত ১১ টা বেজে গিয়েছিলো। দেখলাম রাত ১১ বাজেও মুগদার কাঁচা বাজার খুব জমজমাট। কেউ বাজার করছেন। কেউ অফিস শেষে বাসায় ফিরছেন। অনেক মেয়েরাও কাজ শেষ করে বাসায় ফিরছেন। তাদের জন্য মায়া হলো। কত কষ্ট করে সংসার চালাচ্ছে ওরা। প্রোয়জনের তাগিদে তারা বাহিরে। কোন কোন নারী, রোগী কে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। কোন কোন প্রাইভেট পড়িয়ে বাসায় যাচ্ছেন। সে সব মেয়েদের জন্য টেনসান হচ্ছিলো। তাদের নিরাপত্তা কে দিবে? রাতের বেলা অনেক পুরুষ ছিনতাই এর কবলে পড়ে। মেয়েরা ছিনতাইকারী এর কবলে পড়লে টাকা পয়সা মোবাইল সব তো যাবেই। সাথে ধর্ষন এর স্বীকার হতে পারে। কোন এক গার্মেন্স কর্মী কে রাতের বেলা একা পেয়ে বাসের হেল্পার কতৃক ধর্ষন এর ঘটনা পেপারে অনেক বার দেখা যায়। এখন নারীদের নিরাপত্তা কে দিবে? এই ক্ষেত্রে পুলিশদের ট্রহল বাড়াতে হবে। মহিলা কর্মীদের তাড়াতাড়ি ছুটি দিতে হবে, যাতে তারা তাড়াতাড়ি নিরাপদে বাড়ি যেতে পারে। তনু হত্যার কথা মনে আছে আপনাদের? তাকে কিন্তু ক্যান্টনম্যান্ট এলাকায় খুন করা হয়। সে সেনানিবাসের কাউকে প্রাইবেট পড়াতে গিয়েছিলো। রাতে বেলা একা পেয়ে তাকে ধর্ষন করে। পরে তাকে খুন করা হয়। জরিতদের খুজেই পাওয়া যায় নি। এখন সেনানিবাসের ভিতরেই যদি নারীরা নিরাপদ না থাকলে, নিজ বাসা ছাড়া আর কোথায় নিরাপদ থাকবে? তাই তাদের রাতে বাসা থাকা ভালো। শুধু নারী কেন? পুরুষও বাসায় বাসায় থাকবে। আমি পুরুষ। বয়স ২৮। আমিও যদি রাতে বাহিরে থাকি তাহলে আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। এটা নারী পুরুষ সমঅধিকার এর ব্যাপার না। এটা ভালো মানুষ ও খারপ মানুষ এর ব্যাপার। ও নিরাপত্তার ব্যাপার।
বাসায় আসার সময় দেখি গ্রীন মডেল টাউন আবাসিক এলাকার ভিতরে একদল তরুনী বাহিরে হাটছে। তখন রাত ১১ টা এর কাছাকাছি। তাদের চলাফেলা ও ভাব ভঙ্গী দেখে মনে হচ্ছিল তারা কোন প্রোয়জনে বাহির হয় নি। তারা আনন্দ বা এমনেই ঘুরাঘুরি করতে বাহির হয়েছে। এখন তারা বাহিরে কি করে? মেয়ে বলে বলছি না। তারা ছেলে হলে একই কথা বলতাম। বয়সে তরুনী। মনে হলো তারা ইউনিভার্সিটি তে পড়ে। তারা বাসায় পড়া লেখা করবে। তারা কাজে দক্ষতা অর্জন করবে। ক্লান্ত হলে ঘুমাবে। এই কথাটি শুধু ঐ তরুনীদের বলছি না, এই কথা গুলো তরুনদেরও বলেছি।
বিদেশে আইনশৃঙ্খলা ভালো। ঐ দেশে কোন নারী ধর্ষিত হলে খুব দ্রুত আসামী কে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হয়। এখন বিদেশে কোন নারী রাতের বেলা হাটলে ছিনতাইকারী, ধর্ষনকারী এর খপ্পরে পড়ার চান্স কম। এখন ঐসব দেশের মত আমাদের দেশে নিরাপত্তা নাই। তাই রাতের বেলা নারী পুরুষ উভয়েরই না বাহির হওয়া ভালো।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


