
দিন দিন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারনে তালাক বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে। একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে জনগন। নাগরিক স্রোত আসে পরিবার থেকে। একটি ছেলে ও একটি মেয়ে বিয়ে করবে। তারা সন্তান জন্ম দিবে। ভবিষৎ প্রজন্মকে সুনগরিক বানাবে। এর জন্য পরিবার প্রথা টি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এর জন্য গুরুত্বপূন তত্ত্ব। এখন পরিবার যদি না থাকে তাহলে সন্তানদের সুনাগরিক বানাবে কে? এখন সবাই যদি বলে আমি বিয়েও করবো না, সন্তানও নিবো না তাহলে দেশ জনগণ শূন্য হবে। বিবাহবহির্ভূত সম্পর্কে যে সব সন্তান জন্ম নিবে, তারাও পরিবারের অভাবে, পারিবারিক শিক্ষার অভাবে সুনাগরিক হবে না। এর জন্য পরিবার গঠন করা উচিত। বিবাহবহির্ভূত সেক্স পরিহার করা উচিত।
বিবাহবহির্ভূত সম্পর্কে আসলেই কি সুখ এনে দেয়?
বিবাহবহির্ভূত সম্পর্কে কোন সুখ নাই। এখানে শুধু অশান্তি। মানষিক অশান্তি। বিবাহবহির্ভূত সম্পের্কের ফলে মানুষের মনে টেনসান বেড়ে যায়। মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়। শারিরীক ও মানষিক স্বাস্থ্যের অবনতি ঘটায়্
আপনি কি চাইবেন.....?
আমাদের মহানবী (সাঃ) তখন আরব রাষ্ট্রের সরকার প্রধান। তখন এক লোক আমাদের নবীকে বলেন “আমি বিবাহবহির্ভূত সেক্স করতে চাই। আপনি কি অনুমতি দিবেন?” তখন মহানবী (সাঃ) বলেন “তুমি কি চাইবে তুমার মা কারো সাথে বিবাহবহির্ভূত সেক্স করুক। বা তুমার মেয়ে, তুমার বোন কারো সাথে বিবাহবহির্ভূত সেক্স করুক। বড় কথা হচ্ছে তুমি কি চাইবে তুমার স্ত্রী কারো সাথে বিবাহবহির্ভূত সেক্স করুক” তখন লোকটি বলেন “আমি চাইনা আমার মা, আমার বোন, আমার স্ত্রী আমার মেয়ে কারো সাথে অবৈধ ভাবে সেক্স করুক।” লোকটি আরো বলেন “যে আমার মা, বোন, স্ত্রী, কন্যার সাথে বিবাহবহির্ভূত সেক্স করবে তাদের কে পিটাবো।” তখন নবী উত্তরে বলেন “তুমি যার সাথে বিবাহবহির্ভূত সেক্স করবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন/স্ত্রী/ কন্যা।” তখন লোকটি বুঝছে যে বিবাহবহির্ভূত সম্পর্ক/যৌন মিলন খারাপ।
আপনি কি চাইবেন আপনার মা, বাবা, স্ত্রী/স্বামী অন্য কারো সাথে প্রেম করুক। আমি তো চাইবো না, অনন্ত আমার স্ত্রী অন্য কারো সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক করুক। বিশেষ করে বিয়ের পরে। আমি চাইবো না, আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করুক।
নবীর এই কথা গুলো ধর্মীয় দৃষ্টিতে দেখতে মনে না চাইলে দেখবেন না। দুইজনের মধ্যে ঐ কনভারশেষনটা যদি বৈজ্ঞানিক/ আপনাদের যুক্তির দৃষ্টিকোন দিয়ে দেখতে চাইলে দেখুন। কোন সমস্যা নাই।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


