বেশ অনেক দিন আগের কথা, আমি তখন ক্লাস টুতে পড়ি। সালটা ২০০২। আমি পড়ালেখা করছিলাম সেই রুমে যেখানে ফ্রিজ ছিলো। আমাদের কাজের বুয়া ফ্রিজ থেকে মাছ বের করে জানালায় রাখে। আমি ভেবেছিলাম আম্মু হয়তো বলেছে মাছ বের করে রাখতে, মাছ রান্না করবে।
ঘটনা শুরু হলো এখান থেকে। হঠাৎ একটি হাত জানালা দিয়ে মাছ ছুঁ মেরে নিয়ে যায়। আমি চোরের সম্পূর্ণ শরীর দেখতে পাইনি, শুধু একটি হাত মাছ নিয়ে যেতে দেখেছি। এটা দেখে আমি ভয় পেয়ে আম্মুর কাছে যাই এবং ভয়ঙ্করভাবে বলি, "আম্মু, ভূতে মাছ নিয়ে গেছে।"
পরে আম্মু বুঝতে পারে, কাজের বুয়ার মা মাছ চুরি করে নিয়ে গেছে। আমিও বুঝতে পারি যে এটা ভূত নয়, এটা কাজের বুয়ার মা।
ঐ সময় যে পরিমাণ Panic Attack আমার মধ্যে তৈরি হয়েছিল, তার রেশ দুই-তিন দিন ছিলো। দুই দিন একা ঘুমাতে পারিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



