
আজ বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪, ২৪ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২ সফর ১৪৪৬ হিঃ।
এই খবরটি আজকের “দৈনিক যুগান্তর” পত্রিকা থেকে প্রকাশিত হইয়াছে। খবর এর মূল কথা হচ্ছে অধিকাংশ থানায় পুলিশ নাই। যার কারনে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। নিজেদের নিরাপত্তার সার্থে তা এখন আত্নগোপনে। আর মাঠ


এখন থানায় পুলিশ নাই। তারা কর্মবিরতি করছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। কেউ ডাকাতি করছে। কেউ চুরি করছে। কেউ বা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। এক ভিডিও তে দেখলাম এক হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে। সেই হিন্দু সাধারন, রাজনীতির সাথে তার কোন লিংক নাই। সেই হিন্দুর বাসায় কেন হামলা হচ্ছে সেটা আমার বোধগোম্য না।
আইনশৃঙ্খলার এমন অবনতি হতে পারে, এমনটি আশঙ্কা করেছিলাম। রাস্তায় যান চলাচল ঠিক রাখার জন্য ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করছে। যা প্রশংসনীয়।
আমার আরেকটি মনের ভিতর শঙ্কা ছিলো যে অধিকাংশ সরকারি কর্মকর্তা আত্নগোপনে যাবেন। সচিবালয় থেকে অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী অফিসে আসছেন না। মাঠ পযার্য়ে প্রশাসন হয়তো একই অবস্থা। খবরে প্রকাশ হয়নি তাই আমাদের নজরে পড়ে নি। প্রশাসনের এমন স্থবিরতা হবে এটা আমি অনুমান করেছিলাম।

দেশের অর্থনীতি এমনেতেই করুন অবস্থা। গরিবরা সঞ্চয় করতে পারছে না। এখন কোন মতে টিকে থাকার প্রতিযোগিতা চলছে। রির্জাবে নাকি ডলার নাই। পাবলিকের হাতে টাকা নাই। কারোরই ব্যাবসা ভালো হচ্ছে না। তার মধ্যে আমরা যদি আমাদের ভাইদের বাসা, ব্যাবসা প্রতিষ্ঠন ভেঙ্গে দেওয়াটা মূর্খতার পরিচয়। এই দুর্বল অর্থনীতি দিয়ে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ কে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া কষ্টকর হবে।

ছবির সূত্র: দৈনিক যুগান্তর ০৮-০৮-২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


