
এই বাড়ির কোন বাসিন্দা নাই। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে মিনিমাম ২ বছর এখানে কেউ আসে না। এখানে কেন কেউ আসে না, কেনই বা এখানে কেউ থাকে না, আদৌ এই বাড়িতে কেউ থাকতো কি না? এসকল প্রশ্ন আমার মাথায় ঘুরে।
আমি রাস্তার পার ধরে আমি হাটতে ছিলাম। হঠাৎ দেখলাম বাড়ি। একদিন, দুই দিন, তিন দিন এই রাস্তা দিয়ে যাই। এবং এই বাড়ি নিয়ে আমার কৌতহল বাড়তে থাকে। যদিও এই বাড়ির সম্পর্কে কাউকে কোন কিছু জ্ঞিগ্যাস করতে সাহস হয়নি। কারন গ্রাম দেশে কোন অপরিচিত কোন লোক, কোন ছাড়া বাড়ির সম্পর্কে জানতে চায়, তাহলে মানুষ আমাকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে।
হতে পারে এই বাড়ির মালিক কোন সেনাবাহিনীর সদস্য, বা পুলিশ সদস্য। আজীবন সরকারি কোয়াটারে থাকেন। তাই তিনি বাড়িতে আসার সময় পান না। তাহলে তখন প্রশ্ন জাগতে পারে এই বাড়ির মালিকের পিতা মাতা কই? হতে পারে তাহার পিতা মাতা তাহার সাথে সরকারি কোয়াটারে থাকে। বা এমনও হতে পারে পরিবারের সবাই কোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো, সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাই মারা গেছেন। বা মালিক অবসরে গেলে বাড়ি সংস্কার করে উঠবে।
যাক। আজ এই পযর্ন্ত।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



