
==> চারিদিকে শুধু আন্দোলন হচ্ছে। এসব আন্দোলন দেখে আমি বিরক্ত হয়ে গেছি। বেশ কিছুদিন আগে এইচএসসি বেইসের একটি গ্রুপ আন্দোলন করতে করতে সচিবালয়ে যায়। এর একাংশ শিক্ষা সচিবের অফিসের সামনে গিয়ে পরীক্ষা বন্ধের শ্লোগান দিচ্ছিলো। এখন সাধারন ছাত্ররা কিভাবে সচিবালয়ে ঢুকলো? সচিবালয়ের নিরাপত্তা বলয় কোথায়?
==> এই দুই দিন আগেও রিক্সাওয়ালারা শাহবাগে আন্দোলন করতে গিয়েছে। তারা কেন আন্দোলন করতে গিয়েছিলেন, তা জানি না।
==> আনসারেরা তাদের চাকরি স্থায়ী করনের জন্য, সচিবালয় ঘেরাও করে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এর ছাত্ররা তাদের বাধা দিলে সেখানে আনসার ও ছাত্রদের মাজে হাতাহাতি হয়।
==> গতকাল দেখলাম যে পল্লি বিদুৎ এর স্টাফ কর্মবিরতি তে যাবেন। তাদের দাবি না মানা পযর্ন্ত তারা কাজে ফিরবেন না।
এখন শাহবাগ, আন্দোলন ইত্যাদি এখন একটি সস্তা জিনিস হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



