
ফ্রিল্যান্সিং: দক্ষতার পথে যাত্রা
ফ্রিল্যান্সিং বলতে শুধু গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং নয়; এর জগৎ অনেক বিস্তৃত। ফাইবার কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে চোখ রাখলেই দেখা যায়, সিভি রাইটিং, কনটেন্ট রাইটিং, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এমনকি ডাটা এন্ট্রির কাজও বেশ চাহিদাসম্পন্ন। তবে শুধু স্কিল থাকলেই সফল হওয়া যায় না; প্রয়োজন হয় সঠিক দিকনির্দেশনার। পথ প্রদর্শক ছাড়া এই অরণ্যে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি।
আমার কম্পিউটারের সঙ্গে সখ্য শুরু হয় উইন্ডোজ ৯৮ এর সময় থেকে। তখন আমার বয়স মাত্র তিন বছর। সেই ছোট্ট বয়সে কম্পিউটারের কিবোর্ডে আঙুল রেখে যে যাত্রা শুরু করেছিলাম, তা আজ আমাকে এনে দিয়েছে এক ভিন্ন উচ্চতায়। প্রযুক্তির সঙ্গে সেই গভীর সম্পর্কই আমাকে আজ ফ্রিল্যান্সিংয়ে প্রবেশ করতে অনুপ্রাণিত করেছে।
তবে, ফ্রিল্যান্সিংয়ের জগৎ একেবারে সহজ নয়। এটি অনেকটা এলএলবি পাশ করার পর সিনিয়র উকিলদের সাথে প্র্যাকটিস করার মতো। দক্ষতা অর্জনের পরেও, সঠিক গাইডলাইন এবং অভিজ্ঞদের পরামর্শ ছাড়া পথচলা কঠিন। এই কারণেই আমি এখন ফ্রিল্যান্সিং এর পন্ডিতদের সাথে ক্লাস করছি, যারা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নন, তারা বাস্তব অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা দিচ্ছেন।
আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজ জানেন, তবে আপনিও এই জগতে প্রবেশ করতে পারেন। এখানে প্রতিটি স্কিলই গুরুত্ব পায়। কোনো কাজ ছোট নয়, আর প্রতিটি কাজেই রয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। সঠিকভাবে শিখলে এবং অভিজ্ঞদের ছায়ায় পথ চললে, এই জগতে নিজের অবস্থান তৈরি করা সম্ভব।
যদি আপনি নতুন পথের সন্ধান করতে চান, তবে আসুন। ফ্রিল্যান্সিংয়ের এই বিস্তৃত দুনিয়ায় আপনার জায়গা করে নেওয়ার গল্প আজই শুরু হতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



