
==> লিফট এ উঠলে মনে হয় যেন আমি অন্য কোন জগৎ এ চলে গেলাম। লিফট এর দরজা খুলতেই অন্য গ্রহের আবহাওয়ার মাজে চলে আসবো। এমন মনে হয়। কেন এমন হয় জানি না।
==> আমি কোন একদিন আমাদের ভবেরচরের “মোহাম্মদ আলী প্রধান প্লাজা” নামক মার্কেটে গিয়েছিলাম। তখন নতুন নতুন এই ভবন ওঠেছে। সিকিউরিটি গার্ড কই যে যায় ঠিক নাই। পুরো গজারিয়া উপজেলায়, প্রথম সে ভবন, যেখানে লিফট ছিলো। আমি উঠবো তিন তালায়। উঠলাম লিফটে। দুই তালায় কারেন্ট চলে যায়, লিফট বন্ধ হয়ে যায়। আমার মনে ভয় ঢুকে যায় যে, “এখন তো কারেন্ট চলে গেছে। লিফট ম্যান/সিকিউরিটি গার্ড তো আমারে উঠতে দেখে নাই। এই যে এখন বন্ধ হলো। এই লিফট মনে হয় আগামীকাল খুলবে। সারাদিন ও সারা রাত এখানে কাটাতে হবে।” আমার ভয় ভাঙ্গে তখন যখন জেনারেটর এর সাহায্য লিফট চালু হয়।
==> ঢাকা শহরে প্রায় নিমার্ণধীন সকল ভবনে লিফট এর জন্য জায়গা বা স্পেস রাখা হয়। এটা এখন বিলাসিতা নয়। এটা এখন প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



