
বিষয়টা জরুরী। সবার জন্য জরুরি। তা নাহলে বাপ মা এর সম্পত্তি পাবেন না।
আমার ঘুরাঘুরি করার শখ। তাই পাসপোর্ট করতে চেয়েছিলাম। পাসপোর্ট অফিসে গিয়ে পড়লাম বিড়াম্বনায়। মনে করেন আমার আম্মুর নাম মোছা: নিপা আক্তার। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী। কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রে আবার মোছা: টি লেখা হয় নি। তাই আমার আবেদন বাতিল।
আমার মত এমন অনেকের সমস্যা। মনে করেন, বাপ তার জাতীয় পরিচয় পত্রে লেখা আছে “মো: সামসুল হক।” বড় ভাই লেখেছে “ছামছুল হক।” ছোট ভাই লেখছে “সামসু”। কোন ভাই আর পিতার জাতীয় পরিচয় পত্রের মত “মো: সামসুল হক।” লেখে নাই।
এখন আমার জন্ম নিবন্ধন, সকল শিক্ষা সনদ এবং আমার জাতীয় পরিচয় পত্র সব আম্মুর জাতীয় পরিচয় পত্রের মত হুবাহু করতে হবে।
আর এখন দেখলাম। পিতা, মাতার জন্ম নিবন্ধন নম্বর সন্তানের জন্ম নিবন্ধনে লিংক করা বধত্যামূলক করা হয়েছে। তা না হলে ওয়ারিশ সার্টিফিকেট না পাওয়া্র সম্ভবনা আছে।
আর এখন বাপ মা এর জন্ম নিবন্ধন ডিজিটাল না হলে সন্তানের জন্ম নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। কারন ওদের ওয়েব সাইড এখন এমন ভাবে ডিজাইন করেছে; পিতা মাতা এর নাম টাইপ করা যাচ্ছে না। পিতা মাতা এর জন্ম নিবন্ধন নম্বর টাইপ করলে পিতা মাতার নাম অটো ফিলাপ হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




