
টেলেফন টেল আভিভ আমার শোনা ইলেকট্রনিক ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম সেরা একটা ব্যান্ড । শিকাগোর এই ব্যান্ডটি সম্পর্কে অনেকেই হয়তো তেমন একটা জানেন না । আমি নিজেও টেলেফন টেল আভিভের খুবই কম ভক্ত পেয়েছি । যদিও ব্যান্ডটির বয়স খুব একটা বেশী নয় ।


জেনার সম্পর্কে বলি ।এটি একটি ইলেকট্রনিক ব্যান্ড আগেই বলেছি ।অনেকে বলেন ফ্রিস্টাইল , অনেকে বলেন অ্যা্মবিয়েন্ট । ১৯৯৯ সালে দুই বন্ধু চার্লস কুপার এবং যশুয়া ইউস্টিস মিলে ব্যান্ডটি গড়ে তোলেন । তাদের প্রথম অ্যালবাম Fahrenheit Fair Enough প্রকাশ হয় ২০০১ সালে । পরের বছর একটি Extended Play প্রকাশ করে তারা যার নাম Immediate Action । টেলেফন টেল আভিভ এর দ্বিতীয় অ্যালবাম -Map of What Is Effortless প্রকাশ হয় ২০০৪ সালে । তৃতীয় অ্যালবাম একটি রিমিক্স অ্যালবাম , এটা প্রকাশিত হয় ২০০৭ সালে , নাম Remixes Compiled ।

যদিও সবগুলো অ্যালবামেই তাদের প্রতিভার ছাপ ছিল সুস্পষ্ট । তবে ২০০৯ সালে রিলিজ হওয়া -Immolate Yourself মুহূর্তের মাঝেই বেশ জনপ্রিয়তা লাভ করে ।
তবে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে ঠিক তার পর পরই -

Immolate Yourself রিলিজের ঠিক ২ দিন পরে চার্লস কুপার আত্মহত্যা করেন । আত্মহত্যার কোন কারন জানা যায়নি । কুপারের বয়সও ছিল বেশ কম , মাত্র ৩১ বছর । ইউস্টিস কুপার সম্পর্কে বলেন ,তার মনে হয়নি কুপার কখনো এমনটি করবে । কুপারের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুত্বর চেয়েও বেশি কিছু । হাই স্কুল থেকেই তারা বন্ধু ছিল । এছাড়াও কুপার সবসময় তার বাবা মা , বোন এবং বন্ধু দিয়ে বেষ্টিত এক সুখের গণ্ডিতে ছিল । তার মৃত্যু তাই আজও রহস্য ,সবার কাছে ।
বর্তমানে ব্যান্ডটি তাই ইউস্টিস এর সলো ব্যান্ড হিসেবে পারফর্ম করছে ।
যারা মিউজিক শুনতে পছন্দ করেন ,শুনে দেখতে পারেন । ভালো লাগবে আশা করি ।

টেলেফন টেল আভিভ এর কিছু গান আছে এখানে -
Telefon Tel aviv - Immolate Yourself.
Telefon Tel aviv- You Are The Worst Thing In The World.
Telefon Tel aviv -The Birds.
Telefon Tel Aviv - Sound In a Dark Room
Apparat And Telefon Tel Aviv -Komponent .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




