somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

I n c o g n i t o

আমার পরিসংখ্যান

ইনকগনিটো
quote icon
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পলাতক স্ক্র্যাপবুক থেকে- ৪

লিখেছেন ইনকগনিটো, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮




❑ প্রেম

প্রতিটি মাস্টারবেশনে মনে হয় —
শরীর থেকে স্খলিত হয়ে যায়
আমার পাপ; বিষণ্ণতা- শাদা শাদা

এতো যে পাপ ফেলে দিচ্ছি প্রতিদিন;
পাপ তো কমছে না! বরং গাঢ় —

ম্যাডাম,আপনার ক্লাসে আমি
এক কুলাঙ্গার ছাত্র।



❑ দিনমজুর

একটা পছন্দসই জীবন খুঁজছি। তেমন জীবন পেলে এই জীবনটা বদল করে নেব। পছন্দসই জীবনে আসলে কী চাই-... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ৫২৫ বার পঠিত     like!

পলাতক স্ক্র্যাপবুক থেকে- ২

লিখেছেন ইনকগনিটো, ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০



❑ কুহক


ছায়ার গভীরে, এভাবে না ভাঙলেও তো হয়।
নক্ষত্র যেভাবে
পড়ে রইলো অবহেলায়— ময়ূরের ভাষা উড়ে
গেল— চাঁদের সমুদ্র কোনোদিন হবে না বলে
ভেবেছ?

আমার ভাষা এতটা সুন্দর নয়।
যখন জ্বলন্ত গাছের সাথে ফিসফাস করি,
নিজেকে একটা প্রতারক মনে হয়।


❑ ক্রাইসিস


সে যখন দশতলায় তখন আকাশ পরিষ্কার
সে যখন ছয়তলায় তখন চাঁদ কেবল ঝুললো দড়িতে
সে যখন পাঁচতলায়... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৪০৬ বার পঠিত     ১০ like!

জীবনবৃত্তান্ত

লিখেছেন ইনকগনিটো, ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬




ধ্যানমগ্ন কোনো সময়ের দিকে
~

কিছু উড়াল এলে মানুষে মানুষে ডালপালা হাঁপিয়ে ওঠে। ওই যে ছেলেটা— প্রচুর বাতাসে খালি গায়ে তাকাচ্ছে এদিক ওদিক, প্রচুর রেণু হচ্ছে ফুলের, প্রচুর ফুটছে লাল— সেই লাল থেকে জন্ম নিচ্ছে অদ্ভুত কিছু প্রজাপতি, বাতাসে ফিকে হয়ে এলো সূর্যের খুব ঘ্রাণ। আরেকটু পরেই সূর্য নেমে যাবে পাতালে।... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৫৫ বার পঠিত     ১১ like!

পলাতক স্ক্র্যাপবুক থেকে

লিখেছেন ইনকগনিটো, ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫





জাতিস্মর
~

বুকের গহীনে শীতকাল। আরও গহীনে,
অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।
নিহত যে পাখি- সে ভুলে গেছে উড়াল। শুকনো পাতার
ওপর পড়ে আছে শব্দহীন পায়ের অস্পষ্টতা; ফেরারী সূর্যের
ডানা।

ধোঁয়ার ভেতর সে চলে গেলো, এভাবে তাকে আর দেখা গেলো না।




পালক
~

সন্ধ্যার সুগন্ধি উষ্ণ হয়ে এলে; গাঢ়তর হলো
সৌন্দর্য

মানুষের ফিসফিসানিতে- ব্যক্তিগত
ফুলদানির জাদু আজ... বাকিটুকু পড়ুন

৫৬ টি মন্তব্য      ৪৪২ বার পঠিত     ১৫ like!

অপার্থিব

লিখেছেন ইনকগনিটো, ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

গ্রীষ্মের রাতে,
তোমার রূপের অপার্থিব আলোয় থেতলে গ্যাছে চাঁদ।

জ্যোৎস্না দিয়ে তৈরি বক্ষবন্ধনী তোমার। দীর্ঘ ছায়া আলগোছে সরে এসে হয়ে যায় একটা স্বর্গের গাছ। অন্ধকারে যখন তুমি আসো, আমার চোখের পাতারও ভ্রম হয়। তিন, চার, ছয় তাকে সব খোলা জানালাগুলো জুড়ে বেড়ে ওঠে অজস্র ইউক্যালিপটাস।

গ্রীষ্মের রাতে,
তোমার ঘ্রাণ একরাশ রহস্য নিয়ে ভাসে। তা... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

কম বেশি

লিখেছেন ইনকগনিটো, ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

শীত এলে জীবনের সাথে দূরত্ব বজায় রেখে চলি
কিছু ছায়া ঝরে পড়েছিলো রক্তের ভেতর
রক্তের ভেতর ঝরে পড়েছিলো ক্ষুধা ও ফাঙ্গাস
প্রেমিকার বিছানা ছেড়ে
বেশ্যার ঘরে যেতে যেতে জীবনের কথা বলি
শীত এলে, বক্ষ বিদীর্ণ করে উড়ে গেছে উজ্জ্বল
এক রাজহাঁস।

এতগুলো বছরে কী কী করেছি-
আমার সব মৃত রাত আর চাঁদগুলো
আগুনে পুড়িয়ে ফেলা ছাড়া, এতগুলো বছর-
অক্ষর পকেটে... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৪৫ বার পঠিত     like!

একজন রাজনের জন্য

লিখেছেন ইনকগনিটো, ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫



গতকাল থেকে মনটা ভালো নেই। খবরটি পড়বার পর থেকে। এতো বড় ব্যবধানে বাংলাদেশ হারালো সাউথ আফ্রিকাকে, সেই জয় মন ভালো করে দিতে পারলো না আমার। বারবার ঘুরে ফিরে আমার মস্তিষ্কে হানা দিচ্ছে একটা ছোট মুখ, একটা স্ট্যান্ডের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা একটা বাচ্চার মুখ।

রাজন মরে গেছে। বেঁচে থাকার... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৯০৮ বার পঠিত     ১০ like!

ডাক; ২

লিখেছেন ইনকগনিটো, ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

কাঁধে পাখি নিয়ে দাঁড়িয়ে আছি, দূর থেকে ভেসে আসছে
পুরনো জাহাজের শব্দ।
নির্লিপ্ত মাস্তুলের পিঠে চড়ে ছেড়ে যাবো এই বন্দর এবার,
আর ফিরবো না।
চোখ এখন ক্রমশ হয়ে যাচ্ছে শীতল, সবটুকু ভালোবাসা ঘনীভূত হতে হতে একসময়
ঝরে পড়বে ঠিক
মোটা বাদামী পোশাকে আর হরিণের চামড়ায় গেঁথে নিয়েছি
পৃথিবীর মানচিত্র।
ঘুমিয়ে ছিলাম বহুকাল; মনে আছে- শেষবার যখন ঘুমিয়ে পড়েছিলাম... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

দি ম্যাজিশিয়ান

লিখেছেন ইনকগনিটো, ১২ ই জুন, ২০১৫ সকাল ১১:০৩



সে ছিলো অদ্ভুত।

হ্যাঁ, এই একটি বিশেষণই তার জন্য বেশ মানানসই- অন্তত প্রথম দেখাতে একবার হলেও মনে হবে ব্যাপারটা, যে কিছু একটা অস্বাভাবিকতা আছে তার মধ্যে; এবং সেটা ঠিক কী, আপনি ধরতে পারবেন না। মানুষ হিসেবে সে যথেষ্টই শুকনো এবং ঢ্যাঙা, অনেকটা তালগাছের মতো, মুখ ভর্তি কয়েকদিনের শেভ না করা... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৫৫২ বার পঠিত     like!

ছায়া ও নৈকট্য

লিখেছেন ইনকগনিটো, ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৪০



পাথর
-------

জীবন; কার চোখের স্বপ্ন- জানি না।
সেই শুষ্ক নীল পাথরের চোখ।
ইদানীং সবকিছু এতো নির্বিকার লাগে
যেন-
কোথাও কোনো ঢেউ নেই।
প্রাণের স্পন্দন নেই।

শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি।



পাক্ষিক
--------

এতোটুকু জীবন। ঘরের
মধ্যিখানে ঘর আর হাওয়া। খবর রাখি না-
নখের; ঘড়ি কীভাবে কাটায় তার সময়। রাতের
সমুদ্র থেকে দীর্ঘ পায়ে উঠে এলো কেউ।
ছোট মোমবাতি দপ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

দি সার্কেল

লিখেছেন ইনকগনিটো, ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬

একটা অদৃশ্য হাত প্রতিদিন আমাকে ধরবার জন্য পেছন থেকে ধাওয়া করে। ধরা যাক, যার হাত- তার নাম ডিপ্রেশন।

ডিপ্রেশন মাঝে মাঝেই আমাকে তার বিশাল কব্জি ব্যবহার করে ধরে ফেলে। তখন আমি দৌড়াই। এতো জোরে, যে অস্বাভাবিক অস্বস্তি নিয়ে রাস্তারাও নড়েচড়ে ওঠে। হাতও দৌড়ায়, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে, আরও বেশি... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     like!

ক্যামোফ্লেজ।।

লিখেছেন ইনকগনিটো, ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

অতি উত্তুঙ্গে স্ফীতাকার একটা দিন- প্রবল;
তবে সময়টাকে দীর্ঘায়িত করে দেওয়া যায়-
আমি জানিও না, চূড়া থেকে সময় কিভাবে গড়িয়ে পড়ে বালু হয়ে,
বাতাসে ফুটে আছে কিছু কাঁচফুল
আর ধ্বংসের ঘ্রাণ-

যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো-
সেই থেকে ওয়াইনের পেয়ালাটা পড়ছে তো পড়ছেই আমার হাত থেকে, স্লো
মো

নে,
যেন মেঝেতে পৌছাতে বাকি আরও কয়েক যুগ;

অথচ, স্পর্শের পূর্বেই... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!

আয়নার গল্প

লিখেছেন ইনকগনিটো, ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

শোনো একটা গল্প বলি। পৃথিবীর
এক পাহাড়ের গভীরে ছিলো গোপন কুঠুরি।
কুঠুরিতে ছিলো বিশাল এক আয়না। আয়নার বয়স
কতো, কেউ জানে না।

এক শিকারি শিকার করতে এসে
পেলো সেই আয়নাটিকে। আয়নার জায়গা হলো
শিকারির ছোট মেয়েটির ঘরে।

মেয়েটি ছিলো খুব সাধাসিধে, আহামরি নয়-
শুধুমাত্র প্রাচীন কারুকার্যে ভরা
সেই আয়নায় হয়ে উঠতো সে রূপবতী!
মেয়েটি ভাবে- আয়না এতো অদ্ভুত কী... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৭০৭ বার পঠিত     like!

ডাক

লিখেছেন ইনকগনিটো, ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

কান পেতে বসে থাকি। জাহাজের সাইরেন শুনবো বলে সমুদ্রের গর্জন
শুনি নি। ঘর ত্যাগী নাবিকদের প্রাচীন জাহাজ বন্দর ছেড়ে গেছে
জন্মেরও বহু আগে। তবু আমার রক্তে সমুদ্রের কাতরতা,
আমিও প্রাচীন পথের অবিচ্ছেদ্য অংশ; আমার চোখের তীব্র নেশা তাদের
ফিরিয়ে আনবে একদিন। পুরনো মাস্তুলের জন্য জন্মাবধি অপেক্ষা;
উড়ে যাওয়া বকপাখিদের দেখতে আমার আর ভালো লাগে না।

অথচ,... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     like!

ফেলে আসা

লিখেছেন ইনকগনিটো, ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

খুব মনে পড়ে।

যদিও জানি না কেন, কোন কারণে। চলে
যাওয়ার আগে, এই শেষ বেলায় এসে মনে পড়ার তো কোনো কারণ
নেই।
বরং চোখ বুলিয়ে নেওয়া উচিৎ বাক্স প্যাটরায়।
কোনো কিছু ফেলে গেলাম কি না।

চোখ বুলানো উচিৎ ঘুলঘুলিতেও, ওখানে মোটা
গাবদা টিকটিকিটা
বসে থাকতো সবসময়, আজ তো নেই।
ক্যালেন্ডারের পাতাও উল্টানো হয় নি সেই
গত বছরের পর।... বাকিটুকু পড়ুন

৪১ টি মন্তব্য      ৩৪৯ বার পঠিত     ১২ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৪৫৮৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ