একটা অদৃশ্য হাত প্রতিদিন আমাকে ধরবার জন্য পেছন থেকে ধাওয়া করে। ধরা যাক, যার হাত- তার নাম ডিপ্রেশন।
ডিপ্রেশন মাঝে মাঝেই আমাকে তার বিশাল কব্জি ব্যবহার করে ধরে ফেলে। তখন আমি দৌড়াই। এতো জোরে, যে অস্বাভাবিক অস্বস্তি নিয়ে রাস্তারাও নড়েচড়ে ওঠে। হাতও দৌড়ায়, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে, আরও বেশি গতি নিয়ে। কিন্তু সে কিছুতেই আমাকে তখন আর ছুঁতে পারে না, আমি তাকে আমাদের দৌড় প্রতিযোগিতায় অনেক অনেক পিছে ফেলে দেই। এই ধরা- না ধরা খেলা আমাকে পরিনত করে একজন দক্ষ এসকেপিস্ট রুপে, যে মাঝে মাঝেই চারপাশ থেকে পৃথিবীকেও গায়েব করে ফেলে। এ কথা ভেবে আমার এক ধরণের অহংবোধ হয়, যে আমি ডিপ্রেশনকে ফাঁকি দিয়ে অনেকদূর ছুটে এসেছি। কিন্তু পরক্ষণে সম্বিৎ ফিরে পেয়ে দেখি, বৃত্তাকার পথে সে আমার পিছে নেই; বরং সে ঠিক আমার সামনে সামনে দৌড়াচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




