বাংলা উইন্ডোজ নিয়ে নানা জল্পনা কল্পনা আর আলোচনা সমালোচনার সমাপ্তি হতে চলেছে। মাইক্রোসফট নিজেই উইন্ডোজের বাংলা ভার্সন তৈরির উদ্যোগ নিয়েছে। এই বাংলা [আন্ডার]বাংলাদেশীদের বাংলা, ভারতীয় বাংলা নয়।[/আন্ডার] এই কাজে মাইক্রোসফটকে সহায়তা করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। গত বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাইক্রোসফট।
জানা যায়, মাইক্রোসফট তার পরবতর্ী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা ও অফিস 2007 এর বাংলা ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাক প্রকাশ করবে। এজন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সঠিক গাইডলাইন ও এই কার্যক্রম সম্পন্ন করতে নীতিগত সুযোগ সুবিধা দেবে। স্টান্ডার্ড বাংলা ভাষা ও বানান প্রকাশের দায়িত্ব রয়েছে বিসিসি'র উপর। অপরদিকে মাইক্রোসফটকে কারিগরী সুবিধা প্রদান করবে ব্র্যাক ইউনিভার্সিটি। এজন্য আপাতত ব্র্যাক উইন্ডোজ ভিসতা ও অফিস 2007 এর বাংলা ইউজার ইন্টারফেস তৈরি করবে।
সংবাদ সম্মেলনে মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট চেরিস এটকিনসন জানান, আমরা সব সময়ই নিত্য নতুন টেকনোলজির সঙ্গে জনগনকে পরিচিত করছি। ভিসতা'র বাংলা সংস্করণ কম্পিউটারের এক্সেসেবিলিটি বাড়াতে সহায়ক হবে। আশা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলা এলআইপি তৈরির কাজ শেষ হবে।
মাইক্রোসফট বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ জানান, ভারতিয় বাংলা ও বাংলাদেশি বাংলার মধ্যে কিছু ব্যবধান রয়েছে। বাংলা ভাষার খন্ডত'র মতো অৰরগুলোকে বিসর্জন দিতে রাজি নই আমরা। মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাক (এলআইপি) প্রেগ্রামে কাজ করে বাংলাদেশের ছেলে শাকিল।
উক্ত সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসিসটেন্ট প্রফেসর মাহিন খান জানান, প্রথিবীতে প্রতি সাতজনের একজন কথা বলে বাংলায়। বাংলাদেশের 97 শতাংশ লোক ইংরেজিতে কথা বলতে পারে না। ইংরেজি তাদেরকে কম্পিউটার ব্যবহার থেকে দূরে সরিয়ে রেখেছে। বাংলা উইন্ডোজ ইংরেজি ভীতি দূর করবে ও বিপুল পরিমান মানুষ কম্পিউটার ব্যবহারে আগ্রহী হবে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 12.11.2006 ঃঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



