আজ জমির চাচা'র বাঁশ খাওয়া দেখলাম। বাঁশটা "বাঁশেরকেল্লা" পেইজ থেকে ধার করা কি না, বুঝতেছি না। তবে একটু বেশিই দিয়ে দিয়েছে!
আসলে নিউ এজ এর সম্পাদক একটু বেরসিক! !!!
চাচার মান-সম্মানের দিকে এভাবে বাঁশ তাক না করলেই পারতেন।
শত হোক, বিরিয়ানী হাউজের সামনের কাতারের মানুষ উনি।
যাই হোক, বাঁশের সাইজটা কেমন ছিল তা একটু দেখে অনুমান করার অনুরোধ রইল।
আজ রাত ২টা, ভোর ৫টা, সকাল ৯টা'য় ইন্ডিপেন্ডেট টেলিভিশনে তথাকথিত "বাঁশ" আবার দেখাবে। একটু কষ্ট করে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



