বাঙ্গালী বড়ই আজব জাতি! !!!
আবারো প্রমান করিল, তাদের উদাসীন মনোভাবের যথেষ্ট পূর্ণতা রয়েছে।
শাহবাগ, আওয়ামীলীগ সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনাও তাদের এই মনোভাবের পরিবর্তন ঘটাতে পারলোনা! !!!
হায়রে চেতনা! তোর আর সেই জৌলুস রইল না। তুই বৃদ্ধ হয়ে গেলি।
তবে, তোর সাথে আমি আছি। ডিসি বা এসি কারেন্ট এর যেকোন একটার মত আমি তোর সাথে থাকব।
উল্লেখ্য, আজ চার সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই ধুমাইয়া বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছে। আজাইরা কিছু না হলে পুরাই লালে লাল। জাতি আবারো কলংকিত হইল। — feeling stupid

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



