
আজ অবদি দিতে পারিনি কিছু,
শুধু দিয়েছি কষ্ট,ঝরিয়েছি অশ্রু।
তুমি নিঃস্বার্থ ছিলে,ছিলে অকৃপন,
চাহিবা মাত্র দিয়েছ উজাড় করে-
সাধ্যের মধ্যে পেরেছো যত টুকুন।
নতুন শার্ট নতুন প্যান্ট পরেছি শুধু আমি,
এসবের সামান্য টুকুও তুমি পরোনি জানি।
মাকে দিতে পারনি ভালো শাড়ি-গহনা,
শুধুমাত্র আমার দিকে চেয়ে সয়ে গেছো যত যাতনা।
আমি তখন ছোট্ট ছিলাম
একটু একটু মনে পড়ে,
ঘন কালো মেঘ পুরো আকাশ জুড়ে,
হঠাৎ বাজ পড়ার শব্দ!
আমি ভয়ে চিৎকার দিয়ে উঠেছিলাম।
তুমি কোথা থেকে দৌড়ে এসে
আমায় বুকে তুলে জড়িয়ে নিলে।
আদর করে অভয় দিলে।
যখন পূর্নতা পেয়েছি গতরে বেশ শক্তি,
গায়ের জোরে সব করেছি,
করিনি এতটুকু শ্রদ্ধা-ভক্তি।
তবুও তুমি রাগ করনি,
মায়ের অভিমানী দৃষ্টি যখন আমার দিকে-
তখন বলেছ থাকনা ওরা ছেলে মানুষ,
ওদের আছে কি আর অত হুশ?
আমি বুঝিনি, বুঝিনি তখন,
তুমি ছিলে কতটা আপন॥
বিঃদ্রঃ এটা আমার প্রথম লেখা ব্লগে সবাই অনুভুতি জানাবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



