
তোর জীবনে এসে হল কি ভুল,
হৃদের মাঝে বাজে যন্ত্রনার ঢোল।
চোখের কোনে বৃষ্টি ঝরে,
কষ্টের নীল নদী ভাসে লোনা জলে।
তুই যদি দেখতি এসে,
তোর জন্য এ হৃদয় কেমন করে।
হৃদয় দিয়ে দেখতি যদি ছুয়ে,
কষ্টের নদী ভোরে যেত-
ভালোবাসার রঙ্গিন ফুলে।
তোর সাজানো বাগানে হয়তো,
এখনও ফোটেনি পুষ্পের ছড়া।
বসন্তের কোকিল ডাকার আগেই,
হয়ে গেলি চৈত্রের খরা।
কখনও যদি ভিজিস শ্রাবণ ঢলে,
পুষ্প গুলি ছড়িয়ে দিস জলে।
ভাসিয়ে দিব মনের ভেলা, চলে আসিস-
হৃদয়ের সুইচ গেট রইল খোলা।
কল্পনার আড়ালে আছিস তুই,
আল্পপনার রংয়ে তোকে ছুঁই।
কল্পনার আর্ট পেপারে আঁকা
আল্পনার লাল নীল ভালোবাসা।
#কবিতা লেখার কানুন আমি অতটা বুঝিনা, মনের মধ্যে যা কিছু খেলা করে তা'ই ঝটপট লেখে ফেলি। কোন সু পরামর্শ থাকলে যানাবেন দয়া করে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



