
আজ এই বৃষ্টি মূখর ক্ষণে,
প্রিয়া তোমায় পড়ছে মনে।
ক্ষণে ক্ষণে পুলকিত হিয়া,
গাহিয়া উঠিতেছে বৃষ্টির গান।
প্রিয়া তুমি কত্ত দূরে-
ভাবিয়া হিয়ার সুতোয় পড়িতেছে টান।।
হৃদয়ের গহীনে কল্পনারা বাধিয়াছে ঘর,
তুমি পাশে থাকলে বুঝিতে প্রিয়া-
আমি তোমার কেমন বর ।।
মনে পড়ে কি প্রিয়া কদম বিহনে,
গোধুলি লগনে শ্রাবণের বারিধারায় বদ্ধ দুজনে,
বাহুখানি ধরিয়া গাহিতেছিলে-
আজই ঝর ঝর মূখরও বাদলও দিনে -
সেই সুর এখনো বাজিতেছে প্রিয়া মনে।।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



