
নিশী যখন আসে-
কষ্টের নীল ভেলা ভাসে,
কৃষ্ণ নিশীথের খাঁজে খাঁজে-
জীবনের কত গল্পই না মিশে থাকে।
এখানে দুঃখ আছে-
মাঝে মাঝে সুখও আসে,
কখনও হাসা হাসি!
আবার কখনও দুঃখের বানে ভাসা ভাসি।
তন্দ্রাহীন দুটি আঁখি-
উড়ে যেতে দেখেছে কত পাখি,
নিরাশার স্বপ্ন নিয়ে হতাশ দৃষ্টিতে-
কে জানে হয়ত- সরাক্ষণ ভিজে চলেছে নয়নের বৃষ্টিতে।
জোছনা মাখা রাতে-
ঝিঁঝিঁ পোকার ডাকে,
রয়েছে কত কান্নার শব্দ,অজানা-
কাউকে দেখিনি, দিয়েছে এতটুকু সান্তনা!
এক সাগর দুঃখ নিয়ে-
কেউবা হেসেছে কেউবা কেঁদেছে,
হৃদয়ের কুটিরে লুকিয়ে রেখেছে কত না জানা কষ্ট,
এক নিশীতেই শেষ হয়ে যায় কি- জীবনের সব গল্প?

১৫.০৭.১৮
০০:৪৫:০১
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



