
তন্দ্রাচ্ছন্ন আঁখি তব রজনীতে
নীভৃতে স্বয়নে স্বপনে-
দ্বিধান্বিত হৃদয় যপে তোমারে।
কত স্মৃতি কত কথা দর্পণের ন্যায়
ভেসে উঠে মনের পর্দায়-
তুমিহীনা ব্যাথিত হৃদয় শুন্য তাই।
ভিতর বলে আসুক বাহির বলে থাক
বাস্তবতার দাবানলে রুদ্ধ শ্বাস-
বিবেকের দ্বারে বিবেক'ই দংশিত আজ।
বাস্তবতা বড় কঠিন- এখন আর হয় না
দূরত্বটা বড্ড বেশি- মেনে নেয়া যায় না-
তবুও অবাধ্য হৃদয় বারণ শুনে না।
বেহায়া লোভী মন ছুটে যেতে চাই সেই,
বিশ্বাসঘাতিনী অবলার দ্বারে-
শত-সহস্র দ্বিধা- তবুও বারে বারে।
১৬/০৭/২০১৮
০১:১৬:০০
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



