তুই পাশের বাসায় থাকতিস, সবসময় তোর-আমার বাড়ি ঘোরাঘুরি লেগেই ছিলো। তোর খায়েশ ছিলো সিঙ্গার (মেশিন না!) হবি। (বাঁচাওওও) সাত-সকালে তোর রেওয়াজ, উফ্ ঝামেলা!!! চাচা আমাদের বাসায় চলে আসতেন, আমি-বাবা-চাচা একসাথে চা খেতাম! আহ্ কেমন ছিলো তাই নারে! তোর ফার্স্ট শো এর কথা মনে আছে? ঐ যে, যেখানে তুই ভুয়া-ভুয়া শুনে কান্না র বান বইয়ে দিলি! তারপর শুরু করলি মডেলিং। তোর শুরেলা হাসি হলো হায়নার মত। উপরে উঠতে হবে, বিখ্যাত হতে হবে করতে করতে উপরে না উঠলেও দূরে সরে গেলি অনেক! বাদ দে সেসব অনুযোগ। তুই-আমি মিলে কত্ত মজা করতাম আজ! গতবারও করেছিলাম। নভেম্বর মানেই আমাদের ট্যুর! এবার আমি একাই গেলাম সব জায়গায়। কি আর করা! আর হ্যা, আজ তোর কবরে আমরা সবাই গিয়েছিলাম। হ্যা, চাচাও। তুই উপরে উঠতে চেয়েছিলি, কিন্তু 90'র ঘরে যে একটা বড় সাপ থাকে তা ভুলে গিয়েছিলি। এই সাপের কামড় বড়ই নির্মম! সব কেড়ে নেয়। তোকেও নিল। তাই আজ তোর মৃত্যু দিনে কোনো ফ্যান মেইল আসেনি দুঃখ জানিয়ে। তুই সেলিব্রেটি হতে পারিসনি, তাই তোর উদ্দেশ্যে কোনো ফ্যান ক্লাব ও তৈরী নাই। তোর জন্য আছি আমরা সবাই চোখের জল নিয়ে। আর আমি.......বন্ধু তোকে মিস করছি ভীষণ! তোর কান ফাটানো রেওয়াজ ও ভীষণ মিস করছি! Happy birthday আর বিদায় বদ্ধু, বহুদেরীতে দেখা হয়েছিল, খুব তাড়াতাড়ি চলে গেলি।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



