না, এখানে পশুরাজত্ব না, পশুরা তো নিজ জাতের ভেতর হানহানি করে না!
মূলতঃ লিখতে চাইছিলাম রাজশাহীর তানোর উপজেলার মামলুত আলি-তুষার বাপ-বেটার কথা। তারা বাপ-বেটা মিলে একই দিনে, একই বাড়িতে বিয়ে করেছে। কনে ছিল আপন মা-মেয়ে। ইসলাম কি বলে? সরল স্বীকারোক্তি আমার; আমি জানি না। কিন্তু এথিকসের দিক থেকে? আমার মতে এটা পশু সূচক। পশুদের তো বাপ-মেয়ে; মা-ছেলে; ভাই-বোনে কোন বিভেদ নাই।
মূল কথা 1টাই; মানুষ কি তবে পশুর চে'ও খারাপ হয়ে গেল? এত নীচে নামল?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



