কথা হচ্ছিল ওয়ার্নকে নিয়ে। ব্যাটা খেলা ছাড়বে। তার আগে 700 উইকেট নিবে। বেশ তো। তারপর এন্ডোর্সমেন্টের টাকা দিয়া সুখের জীবন! কিন্তু আমাদের সেটা নিয়ে ভাবনা নাই। আমরা ক্রিকেট দেখবো। মুচমুচে চানাচুর খাইতে খাইতে দেখবো শচীনের সেনচুরি, লারার অ্যাক্রোবেটিক ফোর, ইউসুফের কুল ডাবল সেনচুরি, মুরালির উইকেট...তারপর? আর তো নাম আসে না। অথচ বছর কয়েক আগেও তো আরো নাম মাথায় থাকতো (হয়তো বয়স বাড়ার ফল)! লিজেন্ডের কি তবে আকাল পড়লো? খুব ই সহজ একটা ইকুয়েশন, আগে বুস্টের অ্যাডে কপিল বলতো সিক্রেট অফ মাই এনার্জি আর শচীন বলতো আওয়ার এনার্জি। আর এখন শচীন বলে সিক্রেট অফ মাই এনার্জি আর এক পিচ্চি আইসা বলে আওয়ার এনার্জি। মিডিয়াও ভারতে এখন কোনো ক্রিকেট লিজেন্ড তৈরী করতে পারছে না!
পুরা ক্রিকেট এম্পায়ার ই বোধ হয় করায় ভোগা শুরু করছে। তখন খেলা দেখবো হয়তো টিমের জন্য। আর স্বান্তনা দেব, এর খেলাটা বোধ হয় লারা মতো, এর উইকেট নেয়াটা বোধ হয় ওয়ার্নের মতো, এর বোলিং অ্যাকশন বোধ হয় ওয়াসিম আকরামের মতো! দেখি কি হয়! হয়তো কেভিন পিটারসেনরাও লিজেন্ড হবে, মিডিয়া হাইপ তো রাখতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



