এই লেখাগুলোকে ঠিক কবিতা বলা যাবে না। কবি কবি ভাব নিয়ে লেখা। ইদানিং ব্লগে খুব সুন্দর সুন্দর কবিতা প্রকাশিত হচ্ছে। তাই আমার মনে হলো, আমিও একটু কবি হই।
১। অলস দুপুরের স্মৃতি।
বহুদিনের পুরানো অপ্রকাশিত চিঠি কি?
শুধুই একটি জীর্ন হলদেটে কাগজ নাকি কোন কবিতা?
তোমার স্মৃতি মানে কি?
হৃদপিন্ডে হঠাৎ ছলকে উঠা রক্ত নাকি
আজীবন নেশাগ্রস্থ হবার এক দুঃসহ মোহিনী-মাদক?
২। বন্দী।
হাজারো মানুষের ভীড়ে যে আমি খুঁজে ফিরেছি নির্জনতা
সেই তুমি আমাকে এখন দেখাও একাকীত্বের লোভ!
এখন আমি সমুদ্র হয়েছি, হয়েছি সফেদ বালিয়াড়ি,
বুক পেতে গ্রহন করেছি হাজারো একাকী ঢেউ।
অথচ জনাকীর্ন ভালোবাসার লোভে তুমি এখনও বন্দি।
৩। আয়না।
এখন আর আয়নায় আমি নিজেকে দেখি না।
আয়নায় তাকিয়ে দেখি শুধু শূন্যতার গল্প।
মাঝে মাঝে ইচ্ছে করে, তোমাকে বলি,
এবার চোখটা খোল, বহুদিন নিজেকে দেখি না।